ওয়াশিটন: চিন, অামেরিকা, রাষ্ট্রসংঘের পর এবার রাশিয়া৷ কাশ্মীর ইস্যুতে আরও কোণঠাসা পাকিস্তান৷ আন্তর্জাতিক হস্তক্ষেপে ব্যর্থ ইসলামাবাদ৷ কাশ্মির নিয়ে ভারতের পাশেই দাঁড়াল রাশিয়া৷ রাশিয়াতেও পাকিস্তানের কূটনৈতিক ব্যর্থতা৷
সংবিধান মেনেই ধারা বিলোপ ও কাশ্মীর ভাগ হয়েছে৷ বিবৃতি দিয়ে জানালো রাশিয়ার বিদেশমন্ত্রক৷ জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রসংঘ৷ ভারত-পাক সংঘাতের পরিস্থিতি নিয়ে ভারতকে সিমলা চুক্তির কথা মনে করিয়ে প্রতিক্রিয়া রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতারেসের৷ সিমলা চুক্তির উল্লেখ করে রাষ্ট্রসংঘের মহাসচিবের মুখপাত্র জানিয়েছেন, উপত্যকায় ভারত-পাকিস্তান সংঘাতের পথে না গিয়ে সংযত থাকুক৷ ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তিতে কাশ্মীর সমস্যা দ্বিপাক্ষিক বলে উল্লেখ করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিবের মুখপাত্র৷
Ministry of Foreign Affairs of Russia: Moscow expects that India and Pakistan will not allow aggravation of the situation in the region due to the change by Delhi in the status of the state of Jammu and Kashmir. (1/3) pic.twitter.com/TN9g62LN5g
— ANI (@ANI) August 10, 2019
ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীরে সংবিধানের ৩৭০ ধারা বাতিল করছে কেন্দ্র৷ জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল এনে লাদাখ ও কাশ্মীরকে ২টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়েছে৷ ভারতের এই সিদ্ধান্তকে একতরফা ও অবৈধ বলে রাষ্ট্রসংঘে অভিযোগ জানিয়েছে পাকিস্তান৷ আজ, সেই অভিযোগের ভিত্তিতেই প্রতিক্রিয়া দিয়েছে রাষ্ট্রসংঘ৷
কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপের সম্ভাবনা খারিজ করে রাষ্ট্রসংঘের মহাসচিবের মুখপাত্র জানিয়েছেন, সিমলা চুক্তি অনুযায়ী কাশ্মীর ইস্যুটি ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়৷ এই চুক্তিতে তৃতীয় পক্ষের মধ্যস্থতা করার কোনও নির্দেশ নেই৷ শান্তিপূর্ণভাবে কাশ্মীর সমস্যা সমাধানের কথা ওই চুক্তিতে বলা হয়েছে৷
১৯৭২ সালের শিমলা চুক্তিতে কাশ্মীরকে দ্বিপাক্ষিক বিষয় বলেই মেনে নিয়েছিল ভারত ও পাকিস্তান৷ সেই চুক্তি ও লাহৌর ঘোষণাপত্রই আলোচনার ভিত্তি হওয়া উচিত বলে মনে করে ভারত৷