নয়াদিল্লি: পুলওয়ামায় জঙ্গি হামলার পরে আন্তর্জাতিক মহলের চাপের কাছে নতি স্বীকার করে পাকিস্তানে জামাই আদর পাওয়া দু’একজন দুষ্কৃতীকে ভারতের হাতে তুলে দিয়ে পারে ইমরান শিবির৷ শনিবার একটি সূত্রে জানা গিয়েছে, মুম্বই বিস্ফোরণের মূল চক্রী দাউদ ইব্রাহিম অথবা হিজবুল মুজাহিদিনের প্রধান সৈয়দ সালাহুদ্দিনকে ভারতের হাতে তুলে দিতে পারে পাকিস্তান৷ তবে, পুলওয়ামা হামলার মূল পাণ্ডা মৌলানা মাসুদ আজহারকে ফেরানোর বিষয়ে কোনও ভাবেই মাথা নত করবে পাকিস্তান৷ খবর, সংবাদ মাধ্যম সূত্রে৷
পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, দাউদ অথবা সালাহুদ্দিন, কোনও একজনকে ইতিমধ্যেই আটক করেছে পাকিস্তান। কাকে আটক করেছে নির্দিষ্টভাবে জানা যাচ্ছে না। ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণে ২৫৭ জন নিহত হয়। আহত হয় আরও অনেকে। ওই ঘটনার পরে দাউদ পালায় পাকিস্তানে। এখন সে পাকিস্তানের বন্দর শহর করাচির আশপাশে থাকে বলে জানা যায়। তাকে ইতিমধ্যেই আন্তর্জাতিক সন্ত্রাসবাদী বলে ঘোষণা করা হয়েছে। সৈয়দ সালাহুদ্দিন থাকেন পাকিস্তান অধিকৃত কাশ্মীরে। রাওয়ালপিন্ডিতেও তাঁরা আস্তানা আছে। তাঁকেও আন্তর্জাতিক সন্ত্রাসবাদী বলে ঘোষণা করেছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ।
ভারতীয় গোয়েন্দারা জানতে পেরেছেন, পাকিস্তানে ইতিমধ্যে জামাত উদ দাওয়া এবং ফালাহ ই ইনসানিয়ৎ, এই দু’টি সংগঠনের নাম বদলে ফেলা হয়েছে। নতুন নামের সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে তাদের অফিসের বাইরে। ওই দু’টি সংগঠনই জঙ্গি লস্কর ই তৈবার সঙ্গে যুক্ত। শুধু নাম বদল করেই রেহাই পেয়ে যাচ্ছে তারা। পাকিস্তানের দাবি, ৫ মার্চ থেকে নাকি সেদেশে জঙ্গিদের বিরুদ্ধে জোরদার অভিযান চলছে। সেকথা আদৌ বিশ্বাস করছে না ভারত। আন্তর্জাতিক মহলও ভারতের সঙ্গেই সুর মিলিয়েছে।