মাসুদ আজহারের সম্পত্তি বাজেয়াপ্ত করছে পাকিস্তান

করাচি: মাসুদ আজহারের ভাই মুফতি আবদুল রউফ ও ছেলে হামাজ আজহারকে গ্রেফতারের পাশাপাশি জঙ্গি সংগঠনগুলির সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করল পাকিস্তান। নিষিদ্ধ জামাত উদ দাওয়া এ ফালাহ ই ইনসানিয়াতের দুটি মাদ্রাসা ও সম্পত্তি পাক সরকার দখল নিয়েছে। পাক সরকার মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, তদন্তের জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ৪৪ জনকে তারা আটক করেছে। জাতীয়

1bcbbe304f459d24bdcc99c0edf4a75c

মাসুদ আজহারের সম্পত্তি বাজেয়াপ্ত করছে পাকিস্তান

করাচি: মাসুদ আজহারের ভাই মুফতি আবদুল রউফ ও ছেলে হামাজ আজহারকে গ্রেফতারের পাশাপাশি জঙ্গি সংগঠনগুলির সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করল পাকিস্তান। নিষিদ্ধ জামাত উদ দাওয়া এ ফালাহ ই ইনসানিয়াতের দুটি মাদ্রাসা ও সম্পত্তি পাক সরকার দখল নিয়েছে।

পাক সরকার মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, তদন্তের জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ৪৪ জনকে তারা আটক করেছে। জাতীয় নিরাপত্তা কমিটির সিদ্ধান্ত অনুসারেই এই কাজ হচ্ছে, কোনও চাপে নতিস্বীকার করে নয়। মাসুদের ভাই ও ছেলের নাম ভারতের অভিযোগপত্রে উল্লেখ ছিল। বিশেষকরে, চকওয়াল ও অ্যাটক জেলায় এই অভিযান চালানো হচ্ছে।

রাষ্ট্রসংঘের নির্দেশ পালন করেতই পাক সরকার নতুন আইন জারি করেছে বলে পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জল জানিয়েছেন। জঙ্গিদের অর্থ সাহায্য ও মদত দেওয়া বন্ধ করার জন্য ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের সময়সীমা অনুযায়ী এই কাজ হচ্ছে। এরই পাশাপাশি, পািকস্তান তাদের এফ ১৬ বিমানের দুরূপযোগ করেছে কিনা তা খতিয়ে দেখছে আমেরিকা। ভারতে হামলার জন্য এপ ১৬ ব্যবহার দুই দেশের বিমান ক্রয়ের চুক্তির পরিপন্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *