রাহুলকে জড়িয়ে রাষ্ট্রসঙ্ঘে নালিশ ঢুকল পাকিস্তান

নয়াদিল্লি: জম্মু-কাশ্মীর নিয়ে রাষ্ট্রসঙ্ঘে অভিযোগ জানাল পাকিস্তান৷ আর সেই অভিযোগে পাকিস্তানের হাতিয়ার কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর মন্তব্য৷ রাহুল মন্তব্যকে ঢাল করে ভারতের বিরুদ্ধে ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করেছে ইমরান প্রশাসন৷ এরপরই কংগ্রেসের বিরুদ্ধে আসলে নেমে পড়েছে বিজেপি৷ ড্যামেজ কন্ট্রোল নেমে জোরালো ভাষায় এই ইস্যুতে পাকিস্তানকে সমালোচনা করেছে কংগ্রেস৷ জানানো হয়েছে, নিজেদের ভুল তথ্যকে প্রতিষ্ঠা

রাহুলকে জড়িয়ে রাষ্ট্রসঙ্ঘে নালিশ ঢুকল পাকিস্তান

নয়াদিল্লি: জম্মু-কাশ্মীর নিয়ে রাষ্ট্রসঙ্ঘে অভিযোগ জানাল পাকিস্তান৷ আর সেই অভিযোগে পাকিস্তানের হাতিয়ার কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর মন্তব্য৷ রাহুল মন্তব্যকে ঢাল করে ভারতের বিরুদ্ধে ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করেছে ইমরান প্রশাসন৷ এরপরই কংগ্রেসের বিরুদ্ধে আসলে নেমে পড়েছে বিজেপি৷

ড্যামেজ কন্ট্রোল নেমে জোরালো ভাষায় এই ইস্যুতে পাকিস্তানকে সমালোচনা করেছে কংগ্রেস৷ জানানো হয়েছে, নিজেদের ভুল তথ্যকে প্রতিষ্ঠা করতেই চালাকি করছে ইমরান খান৷ এই অবস্থায় বিজেপির আক্রমণের মুখে পড়েছেন খোদ রাহুল গান্ধী৷ তিনি জানিয়েছেন, নানা বিষয়ে সরকারের সঙ্গে তাদের মিল নাও হতে পারে৷ তবে তিনি মনে করেন, জম্মু-কাশ্মীর ভারতের অংশ৷ এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়৷ এ নিয়ে পাকিস্তান বা অন্য কোনও দেশের হস্তক্ষেপ করার কোন অধিকার নেই৷

বিজেপি অবশ্যই মন্তব্যকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ৷ তারা এই নিয়ে আসলে নেমে পড়েছে৷ বিজেপি নেতা তথা কেন্দ্রীয়মন্ত্রী প্রকাশ জাভড়েকর সাংবাদিক বৈঠক করে রাহুলকে নিশানা করেছেন৷ জানিয়েছেন, রাহুলের বিতর্কিত মন্তব্য করার জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত৷ তিনি মনে করিয়ে দেন, পরিস্থিতির চাপে পড়েই ইউটার্ন করেছেন রাহুল গান্ধী৷ রাহুল গান্ধী ‘মিথ্যা’ কথা বলছেন৷ কাশ্মীরের মানুষ মরছে এই তথ্য কোথা থেকে পেলেন তিনি? প্রশ্ন তোলেন মন্ত্রী৷

সম্প্রতি রাহুল গান্ধী অভিযোগ করেন, কাশ্মীর প্রস্তুতি এখনও স্বাভাবিক নয়৷ সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না৷ সেখান থেকে হিংসার খবর পাওয়া যাচ্ছে৷ মানুষের মৃত্যুর খবরও আসছে৷ রাহুল গান্ধীর এই মন্তব্য করে রাষ্ট্রসঙ্ঘে অভিযোগ জানায় পাকিস্তান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − eleven =