ধর্মীয় আঘাত! বদলা নিতে মেয়েদের মুণ্ডচ্ছেদ শেখাচ্ছে পাকিস্তান!

ধর্মীয় আঘাত! বদলা নিতে মেয়েদের মুণ্ডচ্ছেদ শেখাচ্ছে পাকিস্তান!

ইসলামাবাদ: ধর্মীয় ব্যঙ্গচিত্র প্রকাশ করে বিতর্কে জড়িয়েছিল ফরাসি পত্রিকা শার্লি এবদো৷ ওই বিতর্কিত ছবি দেখিয়ে ক্লাসে এই বিষয়ে পড়াতে গিয়েই খুন হন ফরাসি শিক্ষক৷ মাথা কেটে খুন করা হয় তাঁকে৷ ফরাসিদের বিরুদ্ধে মহম্মদের ব্যঙ্গচিত্র আঁকার প্রতিশোধ নিতে এবার ময়েদের শিরশ্ছেদ করা শেখাচ্ছে পাকিস্তান৷ কী ভাবে মাথা কাঁটতে হবে সেই শিক্ষাই দেওয়া হচ্ছে তাদের৷  

আরও পড়ুন- শীঘ্রই মিলতে পারে সবুজ সংকেত, অক্সফোর্ডের করোনা টিকা নিয়ে পর্যালোচনা শুরু ব্রিটেনের

মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্ম টুইটারে পোস্ট করা একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, বোরখা পরিহিত এক যুবতী তরোয়ার হাতে বসে রয়েছে৷ কী ভাবে শিরশ্ছেদ করতে হয় ছাত্রীদের তা শেখাচ্ছে৷ সামনে রয়েছে একটি মূর্তি৷ শিক্ষিকাকে অনুকরণ করে চলেছে ছাত্রীরা৷ ধর্মীয় ভাবাবেগে আঘাত করার মতো অপরাধের একটাই শাস্তি হতে পারে, আর সেটা হল শিরশ্ছেদ৷ এই কথাটা গেঁথে দেওয়া হচ্ছে তাদের মনে৷ গোলাপি জামা গায়ে একটি মেয়েকে মুণ্ডচ্ছেদ নিয়ে ভয়াবহ স্লোগান দিতেও শোনা যায়৷ প্রশিক্ষণের এই ভিডিয়ো রেকর্ড করতেও দেখা যায় বেশ কয়েকজনকে৷ এই ভিডিয়োর দ্বিতীয় ভাগে এক ওই মুসলিম মহিলাকে বিদ্বেষমূলক ভাষণে ফ্রান্সকে হুমকি দিতে শোনা যায়৷ তার কথায়, যে বা যারা মহম্মদের ব্যঙ্গচিত্র আঁকার চেষ্টা করবে তাদের ভয়নক পরিণতি হবে৷ যাঁরা মহম্মদের এই ব্যঙ্গচিত্র এঁকেছেন, তাঁদের সামনে আসার হুমকিও দিতে শোনা যায় ওই মহিলাকে৷ সে আরও বলে, মহম্মদের উপর এই আক্রমণ জীবন মৃত্যুর সামিল৷ এর বদলা নিতে রক্তপাত করতেও তারা পিছুপা হবে না৷ এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সমালোচিত হয়৷ অনেকেই বলছেন, শান্তিপূর্ণভাবে মতামত প্রকাশ করার বদলে পাকিস্তানের মেয়েদের হিংসার পথে এগিয়ে যাওয়ার শিক্ষা দেওয়া হচ্ছে৷ 

আরও পড়ুন- ট্রাম্প না বাইডেন, ভোটে জিতবেন কে? কী বলছে পূর্বাভাস

দিন কয়েক আগের ঘটনা৷ মত প্রকাশের স্বাধীনতা নিয়ে পড়াচ্ছিলেন এক ফরাসি শিক্ষক৷ সেই সময়ই শার্লি এবদোর ঘটনা প্রসঙ্গ তুলে ধরেন তিনি৷ বিতর্কিত ব্যঙ্গচিত্রগুলিও দেখান ছাত্রদের৷ জানা গিয়েছে, এই ছবিগুলি দেখানোর আগে ওই শিক্ষক ক্লাসের মুসলিম ছাত্রদের নাকি বাইরে চলে যেতে বলেছিলেন। যাতে তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত না লাগে৷ এর পর থেকেই শুরু হয় হুমকি৷ পরে তাঁর মাথা কেটে খুন করে ১৮ বছরের এক চেচেন কিশোর৷ সেই রেশ এখনও তরতাজা৷ ফরাসিদের বিরুদ্ধে ক্রোধে ফুঁসছে পাকিস্তান৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 9 =