পাক সেনারা মিথ্যা প্রচারের পর্দাফাঁস, পাক মর্টারের ছবি ভাইরাল

নয়াদিল্লি: পাকিস্তানি সেনারা মিথ্যাচার নতুন কিছু নয়। পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনা সম্প্রতি আবার জঙ্গী শিবির গুঁড়িয়ে দেওয়ার পর পাক সেনা দাবি করছে, ভারতীয় সেনার গোলার আঘাতে জনবসতি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাক সেনা এবং আই এস আই-এর ট্রেনিংপ্রাপ্ত ‘ট্রোলার’রা সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করে দাবি তুলেছে, ভারতীয়ও সেনার গোলা-মর্টারের কিভাবে নিয়ন্ত্রণ রেখার ওপারে কাশ্মীরের নিলাম

3 stocks recomended

নয়াদিল্লি: পাকিস্তানি সেনারা মিথ্যাচার নতুন কিছু নয়। পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনা সম্প্রতি আবার জঙ্গী শিবির গুঁড়িয়ে দেওয়ার পর পাক সেনা দাবি করছে, ভারতীয় সেনার গোলার আঘাতে জনবসতি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাক সেনা এবং আই এস আই-এর ট্রেনিংপ্রাপ্ত ‘ট্রোলার’রা সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করে দাবি তুলেছে, ভারতীয়ও সেনার গোলা-মর্টারের কিভাবে নিয়ন্ত্রণ রেখার ওপারে কাশ্মীরের নিলাম ভ্যালিতে জনবসতি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু, পুরো ব্যাপারটা যে সাজানো তা পরিষ্কার হয়ে গিয়েছে।

ইন্টারনেটে পাকিস্তানি ট্রোলাররা যে ছবি ছড়িয়ে দিয়েছে তা খুব ভালো করে ‘জুম’ করে পর্যবেক্ষণ করলে দেখা যায়, সেই ধাতব মর্টারের অংশবিশেষে POF বা পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরির ছাপ রয়েছে। এইখানেই চুরি ধরা পড়েছে পাক সেনার। টুইটার এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানি সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে সাজান ছবি পোস্ট করা শুরু হলে ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত এক সেনা কর্তা বিষয়টি বুঝতে পারেন। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গৌরব আর্য নিজে টুইট করে এই মিথ্যার পড়া ফাঁস করেন। তিনি টুইটারে লেখেন, পাক সেনা ভাল করে হোম ওয়ার্ক করেনি। নিজেরাই কেউ নিজেদের নিয়ন্ত্রত এলাকায় বোমা মেরে না।

ভারতীয় সেনা রবিবার পাক অধিকৃত কাশ্মীরের নিলাম ভ্যালিতে আক্রমণ চালিয়ে জঙ্গী ক্যাম্প গুঁড়িয়ে দেয়। ৬-১০ জন পাক সেনা এবং ততোধিক জঙ্গী নিহত হয়েছে। অনেকেই একে তিন নম্বর সার্জিক্যাল স্ট্রাইক বলছেন। শনিবারই পাক সেনা টাংধার সেক্টরে গুলি চালায় এবং দুই ভারতীয় সেনা এবং এক বাসিন্দা নিহত হয়। এরপরেই বদলা নেয় ভারত। সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেছেন, পাকিস্তান যদি এইসব বন্ধ না করে তবে ভারতীয় সেনা এই ধরণের আক্রমণ বন্ধ করবে না। দুর্দিন নামবে পাকিস্তানে। সেনাপ্রধান এই কোথাও বলেছেন, পাকিস্তানের মাটিতে কাশ্মীরে আক্রমণ চালানোর জন্য বড়সড় ছক কষা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =