ভারতীয় সংস্থার গাড়িতে পাক সেনাপ্রধান, ভাইরাল ছবি

করাচি: ভারতীয় কোম্পানির তৈরি গাড়িতে চড়ে ঘুরে বেড়াচ্ছেন পাক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল কামার জাভেদ বাজওয়া। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। ৯ জানুয়ারি ছিল ‘পাকিস্তান আর্মি ডে’। সেদিনই পাকিস্তান থেকেই সেনা প্রধানের গাড়িতে চড়ে পরিদর্শনরত ছবিটি সোশাল মিডিয়ায় পোস্ট করা হয়। এ যেন অনেকটাই গঙ্গা জলে গঙ্গা পুজো। ভারতের বিরুদ্ধে সবসময় সোচ্চায় পাকিস্তান। অথচ ভারতীর কোম্পানির

ভারতীয় সংস্থার গাড়িতে পাক সেনাপ্রধান, ভাইরাল ছবি

করাচি: ভারতীয় কোম্পানির তৈরি গাড়িতে চড়ে ঘুরে বেড়াচ্ছেন পাক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল কামার জাভেদ বাজওয়া। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। ৯ জানুয়ারি ছিল ‘পাকিস্তান আর্মি ডে’। সেদিনই পাকিস্তান থেকেই সেনা প্রধানের গাড়িতে চড়ে পরিদর্শনরত ছবিটি সোশাল মিডিয়ায় পোস্ট করা হয়।

এ যেন অনেকটাই গঙ্গা জলে গঙ্গা পুজো। ভারতের বিরুদ্ধে সবসময় সোচ্চায় পাকিস্তান। অথচ ভারতীর কোম্পানির গাড়িতে চড়েই পরিদর্শনে বেড়োতে হচ্ছে পাক সেনাপ্রধানকে। ছবিটিতে দেখা যাচ্ছে মরুভূমিতে ছুটছে সেনা প্রধানের গাড়ি। ড্রাইভারের পাশের সিটেই বসে রয়েছেন তিনি। আর গাড়িটি হচ্ছে সেনাদের জন্য বিশেষভাবে মোডিফাই করা একটি ল্যান্ড রোভার। মজার ব্যপার হল, এই ল্যান্ড রোভার প্রস্তুত করে ‘জেএলআর’ বা ‘জাগুয়ার ল্যান্ড রোভার’ কোম্পানি। মূলত ইংল্যান্ডের কোম্পানি হলেও, প্রায় এক দশক আগেই কোম্পানিটি অধিগ্রহণ টাটা মোটরস। যা এখনও ভারতেও তৈরি হচ্ছে।

সেই সঙ্গে ফের প্রমাণিত হল, পুরোপুরি বৈদেশিক সাহায্যের উপরেই নির্ভর করতে হয় পাকিস্তানকে। অস্ত্র থেকে শুরু করে অটোমোবাইল। কিছুদিন আগেই পাকিস্তানের এই দুর্বলতা তুলে ধরে সেদেশের প্রথম সারির দৈনিক ডন পত্রিকাও। সেখানে বলা হয়, বিগত কয়েক বছরে রফাতানি বাণিজ্যে ভারত পরের কথা, পাকিস্তানের থেকে এগিয়ে বাংলাদেশেও। প্রায় ৫ শতাংশ রফাতানি বাড়িয়েছে বাংলাদেশ। সেখানে শুধু সামরিক দিক শক্তিশালী করতে গিয়ে বিদেশী দেশগুলির করুণার পাত্রে পরিণত হয়েছে পাকিস্তান। ধ্বংসের মুখে প্রায় সেদেশের বৈদেশিক বাণিজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 4 =