সুখবর! অক্টোবরে আসছে করোনার ভ্যাকসিন, বলছে অক্সফোর্ড

সুখবর! অক্টোবরে আসছে করোনার ভ্যাকসিন, বলছে অক্সফোর্ড

লন্ডন: কে তৈরি করবে প্রথম করোনার ভ্যাকসিন? রাত-দিন এক করে গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা৷ এবার করোনা মহামারীর আবহে ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেলেন অক্সফোর্ডের গবেষকরা৷

সবকিছু ঠিকঠাক চললে আগামী অক্টোবর নাগাদ বিশ্ববাজারে আত্মপ্রকাশ করতে পারে কোভিড প্রতিষেধক ভ্যাকসিন৷ এমনই দাবি করেছে অক্সফোর্ড ইউনিভার্সিটি৷  অক্সফোর্ডের তরফে জানানো হয়েছে, চ্যাডক্স-১ এনকোভ-১৯ ভ্যাকসিনের তৃতীয় দফার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়ে গিয়েছে৷  অক্সফোর্ডের বিজ্ঞানীদের দাবি, করোনা ভাইরাসের ভ্যাকসিন ইনহেলার হিসেবে যদি দেওয়া যায়, তাহলে ভালো কাজ মিতলে পারে৷ ভ্যাকসিন কার্যকর করে তুলতে যুদ্ধকালীন তৎপরতায় গবেষণার কাজ চালিয়ে যাচ্ছেন অক্সফোর্ড ইউনিভার্সিটি ও লন্ডনের ইম্পেরিয়াল কলেজের গবেষকরা৷

বাণিজ্যিকভাবে কবে বাজারে আসছে ওই ভ্যাকসিন? জানা গিয়েছে, শেষ দফায় শিম্পাঞ্জিদের উপর ভ্যাকসিন প্রয়োগের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে৷ আগামী আগস্ট-সেপ্টেম্বরে ভ্যাকসিনের কার্যকারিতা পরিষ্কার হয়ে যাবে৷ তারপর মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগের পর সমস্ত সুরক্ষা বিধি বিবেচনা করে তা বাজারে আসবে৷ বাজারে আসার পর্যন্ত একগুচ্ছে পরীক্ষা বিধিতে পাস করতে হবে এই  ভ্যাকসিনকে৷ তারপর মিলতে চূড়ান্ত অনুমোদন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *