অক্সফোর্ড অভিধানে এবার পুরুষদের অন্তর্বাস ‘চাড্ডি’

ওয়াশিংটন: এবার কুলীন হল চাড্ডি। সাহেবদের অভিধানে সগর্ব ঠাঁই করে নিল এই হিন্দি শব্দটি। চাড্ডি অর্থে পুরুষদের অন্তর্বাস। বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ অক্সফোর্ড ডিক্সনারিতে জায়গা হয়েছে চাড্ডির। ব্রিটেনে চাড্ডিকে জনপ্রিয় করেছে ব্রিটশ-ভারতীয় অভিনেতা মীরা শ্যায়াল ও সঞ্জীব ভাস্করের টিভি সিরিয়াল ‘গুডনেস গ্রেসিয়াস মি।’ অক্সফোর্ড ডিক্সনারির সিইও জোনাথন ডেন্টের কথায়, রীতিমতো গবেষণা করে অভিধানে নতুন শব্দ ঢোকানো

অক্সফোর্ড অভিধানে এবার পুরুষদের অন্তর্বাস ‘চাড্ডি’

ওয়াশিংটন: এবার কুলীন হল চাড্ডি। সাহেবদের অভিধানে সগর্ব ঠাঁই করে নিল এই হিন্দি শব্দটি। চাড্ডি অর্থে পুরুষদের অন্তর্বাস। বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ অক্সফোর্ড ডিক্সনারিতে জায়গা হয়েছে চাড্ডির।

ব্রিটেনে চাড্ডিকে জনপ্রিয় করেছে ব্রিটশ-ভারতীয় অভিনেতা মীরা শ্যায়াল ও সঞ্জীব ভাস্করের টিভি সিরিয়াল ‘গুডনেস গ্রেসিয়াস মি।’ অক্সফোর্ড ডিক্সনারির সিইও জোনাথন ডেন্টের কথায়, রীতিমতো গবেষণা করে অভিধানে নতুন শব্দ ঢোকানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =