গত ২৪ ঘণ্টায় রেকর্ড, ৫২ হাজারের বেশি করোনা আক্রান্ত মার্কিন মুলুকে

করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (হু) এই বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছে ইতিমধ্যে। এরই মধ্যে মার্কিন মুলুকে গত ২৪ ঘণ্টায় কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা কপালে ভাঁজ ফেলেছে বিশ্ববাসীর। একদিনে ৫২ হাজার ছাড়িয়েছে সংক্রমণের সংখ্যা।

imagesmissing

নিউইয়র্ক: করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (হু) এই বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছে ইতিমধ্যে। এরই মধ্যে মার্কিন মুলুকে গত ২৪ ঘণ্টায় কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা কপালে ভাঁজ ফেলেছে বিশ্ববাসীর। একদিনে ৫২ হাজার ছাড়িয়েছে সংক্রমণের সংখ্যা।

করোনা আক্রান্তের সংখ্যা হু-হু করে বাড়বে, এমনই আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমনকী, গোটা বিশ্বে করোনা সংক্রমণ যে গত সপ্তাহে সর্বোচ্চ সীমায় পৌঁছেছিল, হু-র প্রধান টেডরস অ্যাডানম গেব্রিয়েসাস এমনটাই জানিয়েছেন। তাঁর কথায়, বিশ্বের পরিসংখ্যান অনুসারে, একদিন পিছু করোনা আক্রান্ত এক লক্ষ ৬০ হাজারের সীমাও অতিক্রম করেছে। এরই মধ্যে বিভিন্ন স্বাস্থ্যবিধি অনুসরণ করেও রোখা যাচ্ছে না মার্কিন মুলুকে করোনা আক্রান্তের সংখ্যা। সেখানে শুধুমাত্র বুধবারেই আক্রান্তের সংখ্যা ৫২,০০০। এমনই তথ্য দিয়েছে জনস হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট। একদিনে রেকর্ড হারে সংক্রমণের পরিসংখ্যান ইতিমধ্যেই বিশ্ববাসীর কাছে আতঙ্ক সৃষ্টি করেছে। তবে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কার কথা আগেই শোনা গিয়েছিল মার্কিন টাস্ক ফোর্সের চিকিৎসক অ্যান্থনি ফসির বক্তব্যে। তাঁর কথায়, ‘এখনও পর্যন্ত আমাদের হাতে সেরকম কোনও নিয়ন্ত্রণ নেই। এখন প্রতিদিন গড়ে ৪০ হাজার মানুষ কোভিড ১৯ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। তবে এই সংখ্যা যদি এক লক্ষের সীমাও অতিক্রম করে, তাহলেও আমাদের অবাক হওয়ার মতো কিছু নেই।’ সেই আশঙ্কাই কি তাহলে সত্যি হতে চলেছে? যদিও মার্কিন প্রেসিডেন্ট বরাবরের মতো সাম্প্রতিক সাক্ষাৎকারেও ইতিবাচক মন্তব্য করেছেন। তিনি বলেন, 'কোভিড ১৯ ভাইরাসের সঙ্গে আমাদের লড়াই করতে হবে। তবে আমার মনে হয় কোনও একটা সময়ে এটা উবে যাবে।'

গত মাসের প্রথম সপ্তাহের পরিসংখ্যান বলছে, আমেরিকায় দৈনিক আক্রান্তের গড় সংখ্যা ছিল ২২,০০০। ঠিক একমাস পর চলতি মাসের প্রথম সপ্তাহে সেই সংখ্যা এক লাফে দ্বিগুণেরও অনেক বেশি। এহেন সংক্রমণ বৃদ্ধি চিন্তার ভাঁজ ফেলেছে ট্রাম্প সরকারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *