সলমন রুশদির শারীরিক অবস্থার উন্নতি, বের করা হল ভেন্টিলেশন থেকে

সলমন রুশদির শারীরিক অবস্থার উন্নতি, বের করা হল ভেন্টিলেশন থেকে

দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হল জনপ্রিয় লেখক সলমন রুশদির। হাসপাতাল সূত্রে খবর, শনিবার মধ্যরাতে জ্ঞান ফেরে লেখকের। এরপরেই তাঁকে ভেন্টিলেশন থেকে বের করে আনা হয়েছে। প্রসঙ্গত, শুক্রবার রাতে নিউইয়র্কের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় হঠাৎই বিশিষ্ট এই লেখকের উপর আকস্মিক হামলা চালায় এক আততায়ী। মাত্র কুড়ি সেকেন্ডের মধ্যেই ছুরি দিয়ে তাঁর শরীরের উপর কমপক্ষে ১০ থেকে ১৫ বার হামলা করা হয়। এরপরই রক্তাক্ত অবস্থায় মঞ্চে লুটিয়ে পড়েন লেখক। তাঁকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা প্রথমদিকে রুশদির জীবন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। এমনকি এটাও শোনা যাচ্ছিল ভয়াবহ এই হামলার কারণে রুশদি দৃষ্টিশক্তি পর্যন্ত হারাতে পারেন। তবে আপাতত ভারতীয় বংশভূত এই লেখকের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই খবর।

 হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সলমন রুশদির ঘাড়ে বেশ কয়েকবার ছুড়িকাঘাত করা হয়েছে। শনিবার বেশ কয়েক ঘন্টা ধরে তাঁর অস্ত্রপ্রচার হয় এবং তাকে ভেন্টিলেশনে রাখা হয়। তবে বর্তমানে তার শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে।

অন্যদিকে পুলিশের রিপোর্ট অনুযায়ী, পশ্চিম নিউ ইয়র্কের একটি কাউন্টিতে ভাষণ দেওয়ার কথা ছিল রুশদির। ওই অনুষ্ঠানেই পরিচিতি দেওয়ার সময় এক ব্যক্তি মঞ্চে উঠে পড়েন এবং লেখককে ঘুষি মেরে তাঁকে ছুরি দিয়ে কোপানো হতে থাকে। রিপোর্ট অনুযায়ী, ১০ থেকে ১৫ বার সলমনের শরীরের বিভিন্ন অংশে আঘাত করে হামলাকারী। এর জেরে মুখ থেকে শুরু করে সলমনের পেটের বিভিন্ন অংশে ক্ষত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 6 =