বন্দুকবাজ সন্দেহে গুলি, পরে অভিযুক্তের পকেটে মিলল চিরুনি

হোয়াইট হাউসের নিরাপত্তা রক্ষীদের তিনি ভয় দেখাতে চেয়েছিল। বন্দুক বের করতে উদ্যোত হয়েছিলেন। নিরাপত্তারক্ষীরা সতর্ক করেছিলেন। কিন্তু তিনি শোনেননি। প্যান্টের ডান পকেট থেকে কিছু বের করতে উদ্যোত হয়েছিলেন। এরপরেই তাঁকে গুলি করে নিরাপত্তা রক্ষীরা। পরে সেই ডান পকেট থেকে একটি চিরুনির বাইরে কিছু পাওয়া যায়নি। জানা যায়, ওই ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন। তাঁকে মানসিক হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিয়েছে মার্কিন আদালত। 

 

ওয়াশিংটন:  হোয়াইট হাউসের নিরাপত্তা রক্ষীদের তিনি ভয় দেখাতে চেয়েছিল। বন্দুক বের করতে উদ্যোত হয়েছিলেন। নিরাপত্তারক্ষীরা সতর্ক করেছিলেন। কিন্তু তিনি শোনেননি। প্যান্টের ডান পকেট থেকে কিছু বের করতে উদ্যোত হয়েছিলেন। এরপরেই তাঁকে গুলি করে নিরাপত্তা রক্ষীরা। পরে সেই ডান পকেট থেকে একটি চিরুনির বাইরে কিছু পাওয়া যায়নি। জানা যায়, ওই ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন। তাঁকে মানসিক হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিয়েছে মার্কিন আদালত। 

আরও পড়ুন- সাথ দিচ্ছে না শরীর, জাপানে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন শিনজো আবে

আমেরিকার সিক্রেট সার্ভিসের অফিসাররা জানিয়েছেন, মায়রনের নামের ওই ব্যক্তির পেটে গুলি লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে পরে যায়। তাঁর কাছ থেকে একটা চিরুনি ছাড়া কিছু উদ্ধার করা যায়নি। যিনি মায়রনকে গুলি করেছিলেন, তিনিও পরে বুঝতে পারেন, মায়রনের কাছে কোনও বন্দুক ছিল না। মার্কিন সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে দুই পুলিশ আধিকারিক বলেছিলেন, ওই ব্যক্তি চিৎকার করে বার বার বলছিলেন, আমার কাছে বন্দুক আছে। তোমাদের আমি খুন করব। 

আরও পড়ুন- করোনা-কালে সম্পত্তি বাড়িয়ে অ্যামাজন-কর্তার বিশ্ব রেকর্ড, কত আয় জানেন?

মায়রনের অ্যাটর্নি ড্যানিয়েল ডোরসি এক সাক্ষাৎকারে বলেন, তাঁর মক্কেল কখনই খুন করার হুমকি দেননি। মায়রনকে প্রথমে একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখান থেকে মামসিক হাসপাতালে পাঠানো হয়। ডোরসি তাঁর মক্কেলের মানসিক হাসপাতালে স্থানান্তরিত করার তীব্র বিরোধিতা করেন। মামলার পরবর্তী শুনানি জানুয়ারিতে ধার্য করা হয়েছে। পুলিশ মায়রনকে হাসপাতালে দুদিন পরে জিজ্ঞাসাবাদ করেন। তিনি জানান, তাঁর সেই দিনের কোনও ঘটনা মনে নেই। পুলিশ জানতে পেরেছে স্কিৎজোফ্রেনিয়ায় ভুগছেন মায়রণ। সেই কারণে তাঁকে আগেও হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + nineteen =