এক জঙ্গিহানা থেকে বাঁচলেও অন্য হামলা মৃত্যু অর্থনীতির বিশেষজ্ঞর

ওয়াশিংটন: নিউ ইয়র্কের টুইন টাওয়ারের জঙ্গিহানা থেকে বাঁচলেও সুদূর কেনিয়ার নাইরোবিতে হোটেলে জঙ্গিদের হামলা থেকে বাঁচতে পারলেন না এক আমেরিকান কনসাল্ট্যান্ট। তিনি উদীয়মান অর্থনীতির বিশেষজ্ঞ। সরকারিভাবে অবশ্য জ্যান স্পিন্ডারের নাম ঘোষণা করা হয়নি। তবে তাঁর মা সারা ও ভাই জোনাথন তাঁর মৃত্যু হয়েছে বলে ফেসবুকে জানিয়েছেন। একাধিক মার্কিন সংবাদমাধ্যমেও জানিয়েছেন তাঁরা। জোনাথন জানিয়েছেন তাঁর ভাই

ad7de92be50c9a4dd893b0f4984ce6eb

এক জঙ্গিহানা থেকে বাঁচলেও অন্য হামলা মৃত্যু অর্থনীতির বিশেষজ্ঞর

ওয়াশিংটন: নিউ ইয়র্কের টুইন টাওয়ারের জঙ্গিহানা থেকে বাঁচলেও সুদূর কেনিয়ার নাইরোবিতে হোটেলে জঙ্গিদের হামলা থেকে বাঁচতে পারলেন না এক আমেরিকান কনসাল্ট্যান্ট। তিনি উদীয়মান অর্থনীতির বিশেষজ্ঞ। সরকারিভাবে অবশ্য জ্যান স্পিন্ডারের নাম ঘোষণা করা হয়নি। তবে তাঁর মা সারা ও ভাই জোনাথন তাঁর মৃত্যু হয়েছে বলে ফেসবুকে জানিয়েছেন।

একাধিক মার্কিন সংবাদমাধ্যমেও জানিয়েছেন তাঁরা। জোনাথন জানিয়েছেন তাঁর ভাই জ্যাসন নাইরোবিতে মারা গিয়েছেন। জ্যাসন ৯ সেপ্টেম্বরের আক্রমণ সামলেছিলেন। নাইরোবিতে হামলার দায় নিয়েছে আল কায়দার অনুসারি আল শাবাব গোষ্ঠী। সোমালিয়ায় কেনিয়ার সেনা পাঠানোর বিরুদ্ধে তাদের জেহাদ। জ্যাসন টেক্সাসের স্নাতক এবং পেরুতে পিস কোরে কাজ করেছেন। ট্রেড সেন্টারে জঙ্গিহানার সময় স্পেন্ডার সেখানে কাজ করছিলেন। তিনি অক্ষতভাবে বেরিয়ে আসতে পেরেছিলেন। সম্প্রতি তিনি নাইরোবিতেই থাকতেন। আগামি সোমবারেই ৪১ বছরে পা দিতেন জ্যাসন। এখন সেদিনই হবে তাঁর স্মরণসভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *