সৈকতে চলল দেদার কোতল উৎসব, রক্তে লাল সমুদ্র

ডেনমার্ক: রক্তে লাল সমুদ্র৷ উপকূলে আছড় পড়ছে রক্তাক্ত সমুদ্রের ঢেউ৷ কিন্তু, তাতেও ভ্রুক্ষেপ নেই উপকূলের জনতার৷ প্রতি বছরের মতো এবারেও এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটানো ঘটালো ডেনমার্ক৷ উৎসবের মেজাজে কাটা গল প্রায় কয়েকশো তিমি৷ কাটা তিমির রক্তে ভেসে যাচ্ছিল তোরশাভনের সৈকত৷ এটি ডেনমার্কের ফারো দ্বীপ৷ প্রতি বছরের প্রথা মেনে কাটা হয় ১৪৫টি তিমি৷ সাতটি ডলফিন৷ সেই

সৈকতে চলল দেদার কোতল উৎসব, রক্তে লাল সমুদ্র

ডেনমার্ক: রক্তে লাল সমুদ্র৷ উপকূলে আছড় পড়ছে রক্তাক্ত সমুদ্রের ঢেউ৷ কিন্তু, তাতেও ভ্রুক্ষেপ নেই উপকূলের জনতার৷ প্রতি বছরের মতো এবারেও এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটানো ঘটালো ডেনমার্ক৷

উৎসবের মেজাজে কাটা গল প্রায় কয়েকশো তিমি৷ কাটা তিমির রক্তে ভেসে যাচ্ছিল তোরশাভনের সৈকত৷ এটি ডেনমার্কের ফারো দ্বীপ৷ প্রতি বছরের প্রথা মেনে কাটা হয় ১৪৫টি তিমি৷ সাতটি ডলফিন৷ সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ তুঙ্গে সমালোচনা৷

জানা গিয়েছে, প্রতি বছর গরমের সময় এই দ্বীপের সৈকতে প্রায় ৮০০ তিমিকে হত্যা করা হয়৷ ঘটনাটি অদ্ভুত হলেও ফারো দ্বীপপুঞ্জের জাতীয় খাদ্য এই তিমির মাংস৷ তিমি শিকার করে গোটা প্রত্যেকে প্রায় ১০০ কেজি মাংস সংগ্রহ করে থাকেন৷  আন্তর্জাতিক ভাবে এই ফারো দ্বীপপুঞ্জে পাইলট তিমি শিকার স্বীকৃত৷ তবে সোশ্যাল মিডিয়ায় এই তীব্র নিন্দায় জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 15 =