নয়াদিল্লি: করোনার দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহ স্মৃতি এখনও মানুষের মনে টাটকা৷ ডেল্টার বিরুদ্ধে লড়াই চালানো বিশ্ববাসীর মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ডেল্টার চেয়েও কি ভয়ঙ্কর হবে ওমিক্রন? পর্যাপ্ত তথ্য হাতে পেলে আগামীর জন্য নিজেদের প্রস্তুত করতে পারবে তাঁরা৷ সম্পূর্ণ না হলেও সেই প্রশ্নের জবাব কিছুটা হলেও পাওয়া গেল৷
আরও পড়ুন- ওমিক্রণ অনেক বেশি সংক্রমক হলেও, মারণ ক্ষমতা কম, মত মার্কিন বিশেষজ্ঞদের
আমেরিকার সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ বিভাগের প্রধান অ্যান্টনি ফসির কথায়, ওমিক্রন ডেল্টার মতো অতটা ক্ষতিকর নয়। তবে এর অর্থ এমন নয় যে ওমিক্রন একেবারেই নিরীহ। করোনার নয়া ভেরিয়েন্টের এমন কিছু বিরল ক্ষমতা রয়েছে, যেটা ডেল্টার মধ্যে ছিল না। ফলে সেই ক্ষমতার কথা মাথায় রেখেই ওমিক্রন মোকাবিলার প্রস্তুতি সারে হবে৷ শুধু ফসি নন, প্রায় একই কথা উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)৷
ফসি জানিয়েছেন, এখনই ওমিক্রনের সামগ্রিক চরিত্র বোঝা না গেলেও বেশ কয়েকটি বিষয় কিন্তু স্পষ্ট৷ যেমন-
সংক্রমণ ক্ষমতা- ডেল্টার চেয়েও ওমিক্রনের সংক্রণ ক্ষমতা অনেক বেশি৷ এবং এই বিষয়টি অত্যন্ত স্পষ্ট৷
রোগ প্রতিরোধ ক্ষমতা ভাঙার শক্তি- দেখা গিয়েছে কোনও ব্যক্তি যদি আগে করোনা আক্রান্ত হয়ে থাকেন এবং তিনি টিকার দুটি ডোজই নিয়ে নিয়েছেন, তাহলে তাঁর শরীরে রোদ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে৷ কিন্তু ওমিক্রম কি সেই রোগ প্রতিরোধ ক্ষমতা ভাঙতে পারবে? জবাবে ফসি জানান, হ্যাঁ, ‘এখনও পর্যন্ত ওমিক্রন সম্পর্কে যে তথ্য হাতে এসেছে তাতে এটা বলা যেতেই পারে৷’ তিনি আরও জানান, বাজার চলতি যে সকল টিকা রয়েছে তা অ্যান্টিবডি তৈরিতে সক্ষম হলেও, তা ওমিক্রনের বিরুদ্ধে কতটা কার্যকর তা এখনও জানা যায়নি৷ আগামী সপ্তাহের মধ্যে পরীক্ষার রিপোর্ট হাতে আসবে৷
মারণ ক্ষমতা- এ প্রসঙ্গে ফসি স্পষ্ট জানিয়েছেন, নিশ্চিত ভাবেই ডেল্টার মতো মারক নয় ওমিক্রন৷ তাঁর যুক্তি, ‘‘ডেল্টা আক্রান্তদের অধিকাংশকেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল৷ কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকে যে তথ্য মিলেছে, তাতে ওমিক্রন আক্রান্তদের অধিকাংশকেই হাসপাতালে ভর্তি হতে হয়নি। তা ছাড়া গন্ধ চলে যাওয়া বা শ্বাসকষ্টের মতো সমস্যাতেও ভুগছেন না তাঁরা৷