মৃত্যুপুরীর মাঝেও ৩ সদ্যোজাতকে বুকে আগলে ‘অ্যাঞ্জেল’ হয়ে উঠলেন নার্স

মৃত্যুপুরীর মাঝেও ৩ সদ্যোজাতকে বুকে আগলে ‘অ্যাঞ্জেল’ হয়ে উঠলেন নার্স

 

বেইরুট: মঙ্গলবার বিকেলে পর পর দুটো জোরাল বিস্ফোরণে কেঁপে উঠেছিল বেইরুটের বন্দর এলাকা৷ এর তীব্রতা এতটাই ছিল  যে ১০ কিলোমিটার দূর পর্যন্ত ঘরবাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। সেই ভয়াবহ বিস্ফোরণের ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে৷ চারিদিকে যেন শুধুই হাহাকার৷ কিন্তু এত অন্ধকারের মাঝেও যেন আশার প্রতীক হয়ে উঠেছে একটি ছবি৷ যেখানে মৃত্যুপুরীর মধ্যেই তিনটি সদ্যোজাতকে বুকে জড়িয়ে রয়েছেন এক নার্স৷ 

আরও পড়ুন- করোনার চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতি আসতে চলেছে, সতর্ক করলেন গেটস

 

এই ছবিটি বেইরুটের আশরাফিয়া এলাকার একটি হাসপাতালের সামনে তোলা হয়েছে৷ এই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় এখন রীতিমতো ভাইরাল৷ ছবিটি ‘হৃদয়বিদারক হলেও আশাবাদী’’ বলেই প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ মানুষ৷ লেবাননের এক চিত্র সাংবাদিক বিলাল জাউইচের ক্যামেরায় ধরা পড়ে ছবিটি৷ জানা গিয়েছে, অকুস্থলের কাছেই অবস্থিত ওই হাসপাতালটি৷ যেখানে তিনটি সদ্যোজাতকে একসঙ্গে বুকে জড়িয়ে ছিলেন ওই নার্স৷ 

এই ছবিটি ফেসবুকে শেয়ার করে বিলাল লেখেন, ‘‘১৬ বছর ধরে সংবাদপত্রে চিত্রসাংবাদিকতার কাজ করছি৷ অনেক যুদ্ধ দেখেছি৷ এই অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি, আজ আশরাফিয়া অঞ্চলে যে ছবিটা আমার চোখে ধরা পড়ল, তা আগে কখনও দেখিনি৷ বিশেষ করে আল রৌম হাসপাতালের সামনের দৃশ্য৷’’ মঙ্গলবারের ভয়াবহ বিস্ফোরণে ভেঙে পড়েছে যোগাযোগ মাধ্যম৷ বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ৷ এই অবস্থাতেও প্রসূতি বিভাগের ওই নার্স নিজের কর্তব্যে অবিচল৷ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃতদেহের মাঝেও তিনটি শিশুকে নিয়ে আকড়ে ধরে অবিচল তিনি৷ 

আরও পড়ুন- ফের মুখ পোড়ালেন ইমরান! কাশ্মীর ইস্যুকে রাষ্ট্রসংঘে নিয়ে যাওয়ার চেষ্টা ব্যর্থ পাকিস্তানের

এই ছবিটি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে৷ বিশেষ করে ইনস্টাগ্রাম ও টুইটারে৷ যেখানে এই নার্সকে ‘হিরো’ এবং ‘অ্যাঞ্জেল’ বলেই সম্বোধন করেছেন ইউজাররা৷  এই শিশুগুলির কাছে তিনিই তো দেবদূত৷ 

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান জানিয়েছেন, এই ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭৩ জন। আহত হয়েছেন প্রায় ৪ হাজার মানুষ। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বুধবার জাতীয় শোক দিবসের ঘোষণা করেছেন লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

আরও পড়ুন- ৪০ বছর পর রানির দুর্গে মিলবে প্রবেশের অনুমতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + one =