এবার শিক্ষক ধর্মঘটের ডাক, বন্ধ প্রায় ১ হাজার স্কুল

ফ্রান্স : শিক্ষক ধর্মঘটে বন্ধ হয়ে গেল ফ্রান্সের বহু স্কুল। শিক্ষকদের ইউনিয়নগুলি সরকারের প্রস্তাবিত সংস্কারের প্রতিবাদ জানাচ্ছে। নয়া আইনের প্রতিবাদে তাঁরা কর্মবিরতি শুরু করেছে। ফরাসি স্কুলশিক্ষায় ব্যাপক পরিবর্তনের প্রস্তাব ফেব্রুয়ারিতে পার্লামেন্টে পাশ হয়েছে। আগামি শিক্ষাবর্ষ থেকেই তা চালু হয়ে যাবে। অথচ তাদের সঙ্গে কোনও আলোচনাই করেনি সরকার। এর আগে বিক্ষিপ্ত ধর্মঘট হলেও বৃহস্পতিবার তা সর্বাত্মক

4014fc877b8c8507ab4712870a80681d

এবার শিক্ষক ধর্মঘটের ডাক, বন্ধ প্রায় ১ হাজার স্কুল

ফ্রান্স : শিক্ষক ধর্মঘটে বন্ধ হয়ে গেল ফ্রান্সের বহু স্কুল। শিক্ষকদের ইউনিয়নগুলি সরকারের প্রস্তাবিত সংস্কারের প্রতিবাদ জানাচ্ছে। নয়া আইনের প্রতিবাদে তাঁরা কর্মবিরতি শুরু করেছে।

ফরাসি স্কুলশিক্ষায় ব্যাপক পরিবর্তনের প্রস্তাব ফেব্রুয়ারিতে পার্লামেন্টে পাশ হয়েছে। আগামি শিক্ষাবর্ষ থেকেই তা চালু হয়ে যাবে। অথচ তাদের সঙ্গে কোনও আলোচনাই করেনি সরকার। এর আগে বিক্ষিপ্ত ধর্মঘট হলেও বৃহস্পতিবার তা সর্বাত্মক চেহারা নেয়। শুধু প্যারিসেই ৬৫৬টি প্রাথমিক স্কুলের মধ্যে বন্ধ ছিল ২৩০টি। আইনমতো ধর্মঘট হলেও স্কুলকে তাদের পড়ুয়াদের দেখতে হবে। ফলে নাম কা ওয়াস্তে কিছু কাজ হলেও ক্লাস, ক্যান্টিন সবই ছিল বন্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *