করোনার জেরে মৃত্যু হতে পারে ১.৫ কোটি মানুষের, বলছে সমীক্ষা

করোনার জেরে মৃত্যু হতে পারে ১.৫ কোটি মানুষের, বলছে সমীক্ষা

eb54f72c47cb54f43d7ee2eacf3172ba

পার্থ: নোভেল করোনার সঙ্গে যুঝছে গোটা বিশ্ব৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা৷ ক্রমেই মহামারীর আকার নিতে চলেছে করোনা৷ সংক্রমণে মৃত্যু হতে পারে এক কোটি পঞ্চাশ লক্ষ মানুষের৷ এমনই তথ্য উঠে এল নয়া সমীক্ষায়৷

সম্প্রতি এই গবেষণাপত্রটি প্রকাশ করেন ওয়ারউইক মেকিবন এবং রোশেন ফার্নান্ডো নামে দুই গবেষক৷ অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ওই দুই গবেষক জানান, করোনার গভীর প্রভাব পড়তে পারে বিশ্ব অর্থনীতির উপর৷ তলানিতে পৌঁছবে জিডিপি৷ বিপুল বিপর্যয়ের মুখে পড়বে মানুষ৷ ব্রিটেন এবং মার্কিন মুলুকে মারা যাবেন লাখো লাখো লোক৷

তাঁদের মতে, ভয়ঙ্করভাবে ধাক্কা খেতে চলেছে  বিশ্বঅর্থনীতি৷ কেয়কটি দেশের উপর এর প্রভাব পড়বে উল্লেখজনকভাবে৷ ব্রিটেনে ১.৫ শতাংশ জিডিপি কমতে পারে৷ আমেরিকায় জিডিপি কমবে ২ শতাংশ৷ সাম্প্রতিক সময়ের তুলনায় বহুগুণ বেড়ে যাবে মৃত্যুর হার৷ করোনা সংক্রমণ ছড়ানোর প্রথম বছরের মধ্যেই মৃত্যু হবে দেড় কোটি মানুষের৷ ভারত ও চিনে প্রাণ হারাবেন লক্ষ লক্ষ মানুষ৷ আমেরকায় মৃত্যু হবে প্রায় দুই লক্ষ তিরিশ হাজার মানুষের৷

ব্রিটেনে এখনও পর্যন্ত করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে মাত্র একজনের৷ সমীক্ষা বলছে, অদূর ভবিষ্যতে এই সংখ্যাটা পৌঁছবে ৬৪ হাজারে৷ জার্মানিতে প্রাণ হারাবেন ৭৯ হাজার মানুষ এবং ফ্রান্সে মৃত্যু হবে ৬০ হাজার মানুষের৷ দ্রুত গতিতে করোনা ছড়িয়ে পড়ছে দক্ষিণ কোরিয়া এবং ইতালিতে৷ এই দুই দেশেও কয়েক হাজার মানুষের মৃত্যু হবে বলে জানিছেন ওই দুই গবেষক৷ তাঁদের কথায়, পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে গোটা বিশ্বে সর্বনাশা রূপ নিতে চলেছে নোভেল করোনা ভাইরাস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *