করাচি: দেশের রাজনীতিতে গোরুর অবদান, লিখে শেষ করা যাবে না৷ হালে কেন্দ্রীয় বাজেটে গোরু সেবার জন্য বিশেষ স্কিমও ঘোষণা করা হয়েছে৷ দেশের বাজারে এই একটি মাত্র প্রাণী রাজনীতি থেকে অর্থনীতি সর্বত্রই প্রভাব ফেলেছে৷ এবার প্রভাব ফেলল সোশ্যাল মিডিয়ায়৷ সম্প্রতি ভাইরাল হয়েছে, গোরুকে নিয়ে এই ভিডিও৷ যা দেখে রীতিমতো তাজ্জব নেট দুনিয়া৷
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, এক ব্যক্তি বাইকের সামনে একটি গোরু বয়ে নিয়ে যাচ্ছেন৷ আর গোরুটিও দিব্যি বসে রয়েছে বাইকের সামনে। এমন দৃশ্য ভাইরাল হতেই নেটদুনিয়ায় উঠেছে হাসির রোল৷ ভিডিওটিতে ওই ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, এই ধরনের কীর্তি কেবলমাত্র পাকিস্তানীদের দ্বারাই সম্ভব৷
Here’s proof that almost anything is possible in Pakistan: pic.twitter.com/n2MgK3uyKE
— Salman Siddiqui (@salmansid) May 19, 2019
তবে বাইকে করে এইভাবে গোরু বহণ করার বিষয়টিকে তীব্র কটাক্ষ করেছেন৷ অনেকের কথায়, এইভাবে বাইকে করে গোরু নিয়ে যাওয়া একেবারেই নিরাপদ নয়, বেআইনিও বটে৷ অনেকেই বলছে, গল্পে এতদিন গাছে উঠত গোরু৷ এবার বাস্তবে দেখা গেল বাইকে৷