লাগামছাড়া করোনা সংক্রমণ, ৬ সপ্তাহের লকডাউন উত্তর আয়ারল্যান্ডে

লাগামছাড়া করোনা সংক্রমণ, ৬ সপ্তাহের লকডাউন উত্তর আয়ারল্যান্ডে

 

ডাবলিন: আরও জটিল হচ্ছে করোনা পরিস্থিতি৷ ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা৷ এই অবস্থায় টানা ছয় সপ্তাহ লকডাউন জারি হতে চলেছে উত্তর আয়ারল্যান্ডে৷ ২৬ ডিসেম্বর মধ্যরাত থেকেই লাগু করা হবে লকডাউনের নয়া নির্দেশিকা৷ পাব, বার, রেস্তোরাঁ সহ বন্ধ থাকবে সমস্ত দোকানপাট৷ প্রথম সপ্তাহ থেকেই কড়াকড়ি তলবে৷ বন্ধ থাকবে যাবতীয় খেলাধুলো, প্রতিযোগিতা৷ রাত ৮টার মধ্যে বন্ধ করা হবে জরুরি পণ্যের দোকানপাটও৷ 

আরও পড়ুন- রাশিয়ান করোনা ভ্যাকসিন ইমিউনিটি দেবে ২ বছর পর্যন্ত! দাবি রিপোর্টে

উপ-প্রধানমন্ত্রী মিশেল ও’নিল বলেন, লকডাউন শুরু হওয়ার চার সপ্তাহ পর নর্দান আয়ারল্যান্ড এগজিকিউটিভ এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে বৃহস্পতিবার ঠিক করা হয়েছে৷ তিনি বলেন,  ‘‘কোভিড পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক৷ এই সপ্তাহে যে হারে সংক্রমণ বেড়েছে তাতে আগামী দিনে আমরা আর সেই চিত্র দেখতে চাই না৷’’ মিশেল জানান, হাসপাতালে একটাও বেড ফাঁকা নেই৷ পরিস্থিতি এতটাই জটিল যে রাস্তায় গাড়ি পার্কিং করে সেখানে আক্রান্তদের চিকিৎসা করানো হয়েছে৷ যে হারে দৈনিক সংক্রমণ বেড়ে চলেছে তাতে জরুরি পদক্ষেপের প্রয়োজন ছিল৷  

আরও পড়ুন- যুদ্ধজয়ের ইঙ্গিত, করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু করল আমেরিকা ও কানাডা 

তবে লকডাউনের ফলে তৈরি আর্থিক সংকট মোকাবিলা করতে সরকারের তরফে সহায়তা করা হবে বলেও জানিয়েছেন উপ-প্রধানমন্ত্রী৷ বড়দিনের উৎসবের আগে করোনা পরিস্থিতিতে হতাশ দেশের মানুষ৷ কিন্তু অবলম্বে লকডাউন ঘোষণা না করলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়বে বলেই উল্লেখ করেন তিনি৷ নতুন করে লকডাউন বহু মানুষকে কঠিন চ্যালঞ্জের মুখে ফেলবে বলেও স্বীকার করে নিয়েছেন তিনি৷ তবে সরকার সর্বোতভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করবে বলেও তাঁর আশ্বাস৷   

করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার বৈঠকে বসেছিলেন উত্তর আয়ারল্যান্ডের মন্ত্রীরা৷ সংক্রমণের শৃঙ্খল ভাঙাতে লকডাইের সিদ্ধান্ত নেন তাঁরা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =