করোনা রুখতে গুলি করে মারার নিদান দিচ্ছে উত্তর কোরিয়ায়, বলছে আমেরিকা

করোনা রুখতে গুলি করে মারার নিদান দিচ্ছে উত্তর কোরিয়ায়, বলছে আমেরিকা

 

ওয়াশিংটন: দেশে করোনা সংক্রমণ রুখতে বর্বরোচিত সিদ্ধান্ত নিল কিম জং উনের দেশ৷ চিন থেকে যাতে কোনও ভাবেই উত্তর কোরিয়ায় সংক্রমণ ছড়াতে না পারে, সে জন্য গুলি করে হত্যা করার নির্দেশ দিল সে দেশের সরকার৷ দক্ষিণে নিযুক্ত এক মার্কিন সেনা কমান্ডার সূত্রে খবর৷ 

আরও পড়ুন- করোনা ভ্যাকসিনের ট্রায়াল স্থগিত হওয়া 'ওয়েক আপ কল', সতর্ক করল WHO

 

উত্তর কোরিয়ায় দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে এত ভায়বহ সংক্রামক একটি ভাইরাসের মোকাবিলা করতে হলে স্বাভাবিকভাবেই তাদের হিমশিম খেতে হবে৷ যদিও চিনে এই মারন ভাইরাস ছড়িয়ে পড়ার পর এখনও পর্যন্ত একজন আক্রান্তের খোঁজও মেলেনি উত্তর কোরিয়ায়৷ সংক্রমণ রুখতে জানুয়ারি মাসেই চিন সীমান্ত বন্ধ করে দিয়েছিল পিয়ংইয়ং৷  গত জুলাই মাসে উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যমে বলা হয়েছিল, জরুরি অবস্থা সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়া হচ্ছে৷ 

কোরিয়ায় নিযুক্ত মার্কিন বাহিনীর কমান্ডার রবার্ট আব্রাম বলেন, সীমান্ত বন্ধ হওয়ায় ক্রমশ চোরাই পণ্যের চাহিদা বাড়তে শুরু করেছে৷ যা সামাল দিতে হস্তক্ষেপ করতে হয়েছে কর্তৃপক্ষকে৷ ওয়াশিংটনে আয়োজিত সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাজিস (সিএসআইএস)-এর ভর্চুয়াল অনুষ্ঠানে আব্রাম আরও জানান, ‘‘উত্তর কোরিয়া চিন সীমান্তে ২ কিলোমিটারের বাফার জোন তৈরি করা হয়েছে৷ মোতায়েন করা হয়েছে উত্তর কোরিয়ার স্পেশাল অপারেশন ফোর্স৷ তাদের হাতেই গুলি করার ক্ষমতা দেওয়া হয়েছে৷’’     

আব্রাম আরও জানান, সীমান্ত বন্ধ থাকার ফলে পারমাণবিক কর্মসূচির জন্য উত্তর কোরিয়ার উপরে চাপানো অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলি কার্যকরী ভাবে ত্বরাণ্বিত হয়েছে৷ চিন থেকে ৮৫ শতাংশ আমদানি কমে গিয়েছে৷ বিচ্ছিন্ন হয়ে পড়া এই দেশের অভ্যন্তরেও প্রাকৃতিক বিপর্যয় নেমে এসেছে৷ টাইফুন মায়সাকে ধ্বংস হয়ে গিয়েছে প্রায় ২ হাজার ঘরবাড়ি৷ ফলে ঘর সামাল দিতে গিয়ে আপাতত পিয়ংইয়ং কোনও উস্কানিমূলক পদক্ষেপ করবে না বলেই মনে করছেন আব্রাম৷ আপাতত করোনা রোধ করাই তাদের অগ্রাধিকার৷ 

আরও পড়ুন- ICU স্টাফরা অনেকটাই সুরক্ষিত, সাফাইকর্মীদের দেহেই থাবা বসাচ্ছে করোনা

এর উপর উত্তর কোরিয়ার সর্বেসর্বা কিম জং  উন-এর শারীরিক অসুস্থতা নিয়েও বেশ কয়েক মাস ধরে গুঞ্জন চলছে। যদিও সে ব্যাপারে নিশ্চিত কোনও খবর জানতে পারেনি বাকি বিশ্ব। কিছু দিন আগে দক্ষিণ কোরিয়ার এক প্রাক্তন আধিকারিক সংবাদমাধ্যমে দাবি করেছিলেন, কিম জং উন অসুস্থ অবস্থায় কোমাতে রয়েছেন। কিমের কাজের দায়িত্ব সামলাচ্ছেন তাঁর বোন কিম ইয়ো জং। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 14 =