জেরবার বিশ্ব! তবুও লকডাউন-মুক্ত ‘অভিশপ্ত’ চিন! চলছে আড্ডা, সেলফি, উল্লাস!

জেরবার বিশ্ব! তবুও লকডাউন-মুক্ত ‘অভিশপ্ত’ চিন! চলছে আড্ডা, সেলফি, উল্লাস!

 

বেজি: চোখ রাঙাচ্ছে করোনা৷ প্রাণ ভয়ে গৃহবন্দি গোটা বিশ্ব৷ করোনা রুখতে জেরবার উন্নত ও উন্নয়নশীল বহু দেশ৷ বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৪,৩২,৪০৯ জন৷ এখনও পর্যন্ত ৮২ হাজার মানুষের মৃত্যু হয়েছে৷ করোনা যখন গোটা বিশ্বে মহামারীর আকার ধারণ করেছে, ঠিক তখনই চিনের সেই অভিশপ্ত উহান থেকে উঠে গেল লকডাউন৷ জয়ের উল্লাস গোটা চিনজুড়ে৷

আরও পড়ুন: নিরাপত্তা পরিষদে করোনা আলোচনায় নারাজ চিন, সমর্থন ‘বন্ধু’ রাশিয়ার

জানা গিয়েছে, প্রথম করোনা ছড়িয়ে পড়ে চিনের উহান প্রদেশ৷ করোনার রুখতে তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় অভিশপ্ত উহান প্রদেশ৷ টানা ৭৬  দিন পর এবার উঠে গেল উহানের লকডাউন৷ উহানে আটকে পড়া প্রায় ৭৫ হাজার যাত্রীকে নিয়ে রওনা হয়েছে প্রথম ট্রেন৷ অন্যদিকে উবেহি প্রদেশে চালু হয়েছে নয়া বিধি৷ সেখানে সুস্থ প্রমাণিত হলে বাসিন্দাদের দেওয়া হচ্ছে কিউআর কোড৷ সেই কোড দেখালেই মিলছে বাড়ি থেকে বেরোনোর ছাড়পত্র৷ পথে-ঘাটে সেই সমস্ত কিউআর কোড যাচাই করছে স্থানীয় প্রশাসন৷

আরও পড়ুন: মারণাস্ত্র নির্মাণে করোনা ভাইরাস চাষ করে চিন! গোয়েন্দা রিপোর্টে পর্দাফাঁস

ইতিমধ্যেই বেশ কিছু প্রদেশ লকডাউন শিথিল করেছে চিনা প্রশাসন৷ মাস্ক খুলে উল্লাস করতে দেখা গিয়েছে চিনা জনতাকে৷ ধীরে ধীরে খুলছে বাজার ঘাট দোকান৷ ছন্দে ফিরছে চিনের জনজীবন৷ ইতিমধ্যেই চিনের বৃহত্তম মাংস উৎপাদনের বাজার খুলে দেওয়া হয়েছে৷ দেদার বিক্রি হচ্ছে বাঁদরের মাংস থেকে কুকুর৷

আরও পড়ুন: করোনায় লক্ষ্মীলাভ! এক মাসে ১৪৫১৯৬১০০০০০ টাকা আয় চিনা সংস্থার

করোনার জেরে যখন জেরবার গোটা বিশ্বে অর্থনীতিতে ধাক্কা লেগেছে, ঠিক তখনই ব্যতিক্রমহীন চিনা শেয়ারবাজার৷ লাফিয়ে বাড়ছে চিনের শেয়ারবাজার৷ ইতিমধ্যেই গোটা বিশ্বজুড়ে মাস্ক বিক্রি করতে শুরু করেছে চিন৷ তিন থেকে চার গুণ দামে কোটি কোটি মাস্ক বিক্রি শুরু করেছে চিনের নির্দিষ্ট একটি সংস্থা৷ ৪০ শতাংশ কারখানা থেকে উৎপাদিত হচ্ছে মাস্ক, চিকিৎসা সরঞ্জাম তৈরির কাজ শুরু হয়েছে৷ সেগুলি চড়া দামে বিশ্ব বাজারে বিক্রি করার কাজ শুরু হয়েছে৷

আরও পড়ুন: মহামারীর সুযোগে চড়া দামে মাস্ক বিক্রি চিনের, জেরবার গোটা বিশ্ব

কিন্তু প্রশ্ন উঠছে, চিন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস এত দ্রুত কীভাবে রুখে দিল সেই দেশের প্রশাসন? করোনা রুখতে যখন হাবুডুবু খাচ্ছে গোটা বিশ্ব৷ আর করোনা মহামারীর সুযোগকে কাজে লাগিয়ে গোটা বিশ্ব জুড়ে চিনের রমরমা ব্যবসা ঘিরেও প্রশ্ন উঠতে শুরু করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =