অস্টিন: অঙ্কের জটিল সমস্যার সহজ সমাধান বের করে সর্বোচ্চ সম্মানও ছিনিয়ে নিলেন টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অঙ্কের অধ্যাপক কারেন উলেনবেক৷ জ্যামিতিক বিশ্লেষণে নয়া দিশা দেখিয়ে গণিতের জন্য সর্বোচ্চ পুরস্কার ‘এবেল’ জিতে নিয়েছেন তিনি।
‘দ্য নরেওয়েজিয়ান অ্যাকাডেমি অফ সায়েন্স অ্যান্ড লেটার্সে’র তরফে ‘এবেল’ পাচ্ছেন উলেনবেক, যা অঙ্কে নোবেলের সমতুল্য বলে গণ্য হয়। ২১ মে ওসলোর অনুষ্ঠানে নরওয়ের রাজা পঞ্চম হেরাল্ড এই মহিলা অধ্যাপককে সম্মানিত করবেন। পুরস্কারমূল্য ৬০ লক্ষ নরওয়েজিয়ান ক্রোনার (প্রায় ৭,০০,০০০ ডলার)। জ্যামিতিতে তো বটেই, ডিফারেনশিয়াল ইকুয়েশন, ইন্টিগ্রেবল সিস্টেম, ম্যাথামেটিক্যাল ফিজিক্সে গুরুত্বপূর্ণ গবেষণা চালিয়ে সাফল্য পেয়েছেন উলেনবেক। বিংশ শতাব্দীর গণিতবিদদের মধ্যে উলেনবেক অন্যতম। ১৯৮৩-তে ম্যাকআর্থার ফেলোশিপে পুরস্কৃত হয়েছিলেন উলেনবেক।