নোবেলজয়ী মহম্মদ ইউনুসই হচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান! প্রস্তাবে সিলমোহর রাষ্ট্রপতির

কলকাতা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে বেছে নেওয়া হল নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসকে৷ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আগেই তাঁর নাম প্রস্তাব করেছিলেন৷ মঙ্গলবার দিনভর…

কলকাতা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে বেছে নেওয়া হল নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসকে৷ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আগেই তাঁর নাম প্রস্তাব করেছিলেন৷ মঙ্গলবার দিনভর ঢাকার বঙ্গভবনে রাষ্ট্রপতি মহম্মদ শাহবুদ্দিনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বৈঠক হয়৷ সন্ধেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের  সঙ্গে বৈঠকের পর ঐক্যমত্যভাবে ইউনুসের নামে সিলমোহর দেওয়া হয়৷ বাংলাদেশের রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদিন সংবাদমাধ্যম ‘প্রথম আলো’কে মঙ্গলবার রাতে এ কথা জানান৷

সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরেই সেনাপ্রধান ওয়াকার উজ জামান সাংবাদিক সম্মেলনে জানান, দেশে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। তখন থেকেই এই সরকারের প্রধান কে হবেন, তা নিয়ে শুরু হয়েছিল জল্পনা৷ তবে কোটা সংস্কার আন্দোলনে অগ্রণী ভূমিকা নেওয়া ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর শীর্ষ সারির ছাত্রনেতারা তখনই সাফ জানিয়ে দিয়েছিলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে ইউনুসকেই দেখতে চান তাঁরা।