সাহিত্যে নোবেল পেলেন আমেরিকার কবি লুইস গ্লুক

স্টকহোম: ২০২০ সালে সাহিত্যের নোবেল পুরস্কার পাচ্ছেন আমেরিকান কবি লুইস গ্লুক। সাহিত্যের নোবেল পুরস্কার সুইডেনের স্টকহোম দ্য সুইডিশ একাডেমি প্রদান করে। সাহিত্যের নোবেল পুরষ্কারটি আমেরিকান কবি লুইস গলককে দেওয়া হচ্ছে তাঁর কাব্যের জন্য যার সৌন্দর্যবোধ ব্যক্তিত্বের অস্তিত্বকে সর্বজনীন করে তোলে। জানিয়েছে সুইডিশ অ্যাকাডেমি।

eb080a4b79add000e92c9faa4d5c2559

 

স্টকহোম: ২০২০ সালে সাহিত্যের নোবেল পুরস্কার পাচ্ছেন আমেরিকান কবি লুইস গ্লুক। সাহিত্যের নোবেল পুরস্কার সুইডেনের স্টকহোম দ্য সুইডিশ একাডেমি প্রদান করে। সাহিত্যের নোবেল পুরষ্কারটি আমেরিকান কবি লুইস গলককে দেওয়া হচ্ছে তাঁর কাব্যের জন্য যার সৌন্দর্যবোধ ব্যক্তিত্বের অস্তিত্বকে সর্বজনীন করে তোলে। জানিয়েছে সুইডিশ অ্যাকাডেমি।

১৯৬৮ সালে ‘ফাস্টবর্ন’ দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন লুইস গ্লুক। তিনি বর্তমানে আমেরিকান সমসাময়িক সাহিত্যের অন্যতম প্রধান কবি। বৃহস্পতিবার ৮ অক্টোবর আমেরিকান কবি লুইস গ্লুককে সাহিত্যের নোবেল পুরষ্কার প্রদানের কথা ঘোষণা করা হয়। নোবেল কমিটির চেয়ারম্যান অ্যান্ডার্স অলসন বলেন, গ্লুকের ভাষা অত্যন্ত মধুর এবং এর মধ্যে কোনও আপসের ইঙ্গিত নেই। তাঁর কবিতায় হাস্যরস ও তীক্ষ্ণ কৌতুক একই সঙ্গে উপস্থিত। যা কবির ব্যক্তিসত্ত্বাকে সার্বজনীন করে তোলে। কমিটির তরফে এও জানানো হয়েছে, তাঁর অনেক কাজে আত্মজীবনীমূলক হলেও তাকে স্বীকারোক্তি বলা যায় না। 

অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, এখনও পর্যন্ত সাহিত্যে ১১২টি নোবেল পুরষ্কার দেওয়া হয়েছে। ভাষাতাত্বিক দক্ষতার সঙ্গে মানবিক অভিজ্ঞতার পরিধি এবং সুনির্দিষ্টতার সন্ধান করেছেন এমন একটি প্রভাবশালী কাজের জন্য সাহিত্যে ২০১০ সালের নোবেল পুরস্কার পিটার হ্যান্ডকে দেওয়া হয়েছিল। কনিষ্ঠতম সাহিত্যের বিজয়ী হলেন রুডইয়ার্ড কিপলিং, যিনি ৪১ বছর বয়সে নোবেল পুরষ্কার পেয়েছিলেন এবং সবচেয়ে বেশি বয়সে নোবেল পেয়েছিলেন ডরিস লেসিং। ৮৮ বছর বয়সে নোবেল পেয়েছিলেন তিনি। সাহিত্যের অন্যান্য নোবেল বিজয়ীদের মধ্যে রয়েছে এলিস মুনরো, পার্ল বাক, উইলিয়াম ফকনার, বব ডিলান এবং রবীন্দ্রনাথ ঠাকুর। নোবেল পুরষ্কার ওয়েবসাইটটি জানিয়েছে, সুইডেনের স্টকহোম, সুইডিশ একাডেমি সাহিত্যে নোবেল পুরষ্কার প্রদান করেছে।

চিকিৎসা, পদার্থবিজ্ঞান এবং রসায়নের জন্য পুরষ্কারগুলি এই সপ্তাহের প্রথম দিকে দেওয়া হয়। শুক্রবার শান্তি পুরষ্কার ঘোষণা করা হবে। ব্ল্যাকহোলের বিষয়ে গবেষণার জন্য ব্রিটেনের রজার পেনরোজ, জার্মানের রেইনহার্ড জেনজেল এবং আমেরিকার আন্ড্রেয়া গেজ পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পাচ্ছে। জিন প্রযুক্তির অন্যতম ধারালো অস্ত্র- CRISPR/Cas9 জেনেটিক সিজার আবিষ্কারের জন্য দুই বিজ্ঞানী রসায়নে নোবেল পেতে চলেছেন। তাঁরা হলেন এমানুয়েল চার্পিনিয়ার এবং জেনিফার এ দৌদনা। জিন প্রযুক্তির এই উপায় আবিষ্কারের জন্য তাঁদের নোবেল পুরস্কার দেওয়া হবে বলে বুধবার জুরি বোর্ডের তরফে জানানো হয়েছে। এছাড়া আমেরিকান হার্ভে অলটার এবং চার্লস রাইস হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য ব্রিটেন মাইকেল হাউটনের সঙ্গে একত্রে চিকিৎসা বিজ্ঞানে  নোবেল পুরষ্কার পাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *