তাণ্ডব চালায়নি তালিবান! লুঠপাটের কথা অস্বীকার কাবুলের ভারতীয় দূতাবাসের

তাণ্ডব চালায়নি তালিবান! লুঠপাটের কথা অস্বীকার কাবুলের ভারতীয় দূতাবাসের

ae333faf54ebb116cd683d7f9da00f38

কাবুল: আফগানিস্তান দখল নেওয়ার পর শান্তির বার্তা দিলেও তালিবান বন্দুকবাজরা জায়গায় জায়গায় তল্লাশি চালিয়েছে এবং লুঠপাট করেছে। এমনকি বিরোধীদের ক্ষমা করে দেওয়ার কথা বললেও তাদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালিয়েছে তারা এবং ইতিমধ্যেই বেশ কয়েকজনের খুন করা হয়েছে বলেও খবর ছড়িয়েছে। আরও জানা গিয়েছিল যে কাবুলের ভারতীয় দূতাবাস লন্ডভন্ড করেছে তালিবানরা। কিন্তু এই কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন কাবুলে ভারতীয় দূতাবাসের কর্মীরা। তারা স্পষ্ট জানাচ্ছেন যে ভারতের কোন দফতরে তালিবান কোনো রকম তাণ্ডব করেনি।

আরও পড়ুন- ফের জেহাদিদের রুখে দিল পঞ্জশির, মৃত্যুভয় ভুলে নাগরিক বিদ্রোহ!

আগেই জানা গিয়েছিল যে, হেরাত ও কান্দাহারে অবস্থিত ভারতীয় দূতাবাসে তল্লাশি অভিযান চালায় তালিবান। দূতাবাসে থাকা গাড়িও তালিবানরা সঙ্গে করে নিয়ে গিয়েছে বলে খবর ছড়িয়ে পড়েছিল। এমনকি তোলপাড় করে খোঁজা হয় নথিপত্র বলেও জানা যায়৷ তবে কাবুল ও জালালাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাসের পরিস্থিতি কী, তা জানা যাচ্ছিল না৷ কিন্তু এখন দূতাবাসগুলিতে কর্মরত স্থানীয় কর্মীরা স্পষ্ট জানাচ্ছেন যে, আফগানিস্তানের কোথাও ভারতের কোনও দফতরে লুঠপাট বা তাণ্ডব চালায়নি তালিবান। প্রসঙ্গত, আফগানিস্তানে ভারতের মোট চারটি দূতাবাস রয়েছে। খবর ছিল যে সেগুলি তালিবানের দখলে চলে গিয়েছে আর তাই জন্য সেখানকার কর্মীদের নিয়ে চিন্তিত ছিল ভারত। কিন্তু এখন সম্পূর্ণ উল্টো কথাই জানা গেল। এদিকে আবার তালিবান দাবি করেছে যে, সব সদস্যদের তারা সমস্ত দূতাবাস থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে, এমনকি সেখানকার গাড়ি, সম্পত্তি, নথিপত্র থেকেও দূরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন- তালিবানি আতঙ্কে সিঁটিয়ে সমকামীরা, এই বুঝি নেমে এল মৃত্যুদণ্ডের খাঁড়া

হেরাত ও কান্দাহারের দূতাবাসে আগেই তালা ঝুলিয়েছিল তালিবান৷ বলা হয়েছিল নিরাপত্তার স্বার্থে দূতাবাস বন্ধ করা হচ্ছে৷ পরে ভারতীয় কূটনীতিকরা এলে তাঁদের হাতে চাবি তুলে দেওয়া হবে৷ কিন্তু বুধবার জানা যায় যে, গোপন নথির খোঁজে হেরাতে তাল্লাশি চালায় তালিবান৷ হানা দেওয়া হয় কান্দাহার, মাজারে শরীফের বাণিজ্যিক দূতাবাসেও৷ জানা গিয়েছিল দূতাবাস থেকে সরিয়ে দেওয়া হয়েছে ভারতীয় পতাকাও৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *