শোক নয়, মৃত্যুর পর উৎসবে মেতে ওঠে এই ছোট্ট গ্রাম

স্পেন : স্পেনের অনামী গ্রাম গ্যালিসিয়া৷ এখানে রীতি একটু অন্যরমক৷ এখানে মৃত্যু শোক ডেকে আনে আনে না৷ বরং কফিনের মধ্যে রাখা মৃতদেহ নিয়ে মেতে ওঠে ওই গ্রামের বাসিন্দারা৷ অনন্দে মতে ওঠেন নিকটআত্মীয়ও৷ তাঁদের মতে, মৃত্যুর ওই ব্যক্তিকে মানব জীবন থেকে মুক্তি দিয়েছে৷ এটাই পবিত্র৷ এই প্রথা কয়েক যুগ ধরে চলে আসছে৷ তাঁদের ধারণা, মৃত্যু আসলে

শোক নয়, মৃত্যুর পর উৎসবে মেতে ওঠে এই ছোট্ট গ্রাম

স্পেন : স্পেনের অনামী গ্রাম গ্যালিসিয়া৷ এখানে রীতি একটু অন্যরমক৷ এখানে মৃত্যু শোক ডেকে আনে আনে না৷ বরং কফিনের মধ্যে রাখা মৃতদেহ নিয়ে মেতে ওঠে ওই গ্রামের বাসিন্দারা৷ অনন্দে মতে ওঠেন নিকটআত্মীয়ও৷ তাঁদের মতে, মৃত্যুর ওই ব্যক্তিকে মানব জীবন থেকে মুক্তি দিয়েছে৷ এটাই পবিত্র৷

এই প্রথা কয়েক যুগ ধরে চলে আসছে৷ তাঁদের ধারণা, মৃত্যু আসলে মুক্তি৷ আর সেই মুক্তির জন্য মৃতদেহ নিয়ে উঠব৷ কফিন নিয়েই চার্চে গিয়ে প্রার্থনার পর চলে উৎসব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *