টিকার ওপর থাকবে না কোনও দেশের স্বত্ত্ব, ভারতকে সমর্থন চিনের!

টিকার ওপর থাকবে না কোনও দেশের স্বত্ত্ব, ভারতকে সমর্থন চিনের!

b9116d0b199a3adea21f7335af5c0d54

 
নয়াদিল্লি: টিকার ওপর কোনও নির্দিষ্ট দেশের স্বত্ত্ব থাকবে না বলে ভারতের আবেদনের পক্ষে এবার সওয়াল করল চিনও৷ এই প্রসঙ্গে আমেরিকার পর এবার ভারতের পাশে দাঁড়াল চিন। করোনা নামক অতিমারির সঙ্গে যুদ্ধ জিততে উৎপাদিত টিকার ওপর থেকে উৎপাদনের স্বত্ব তুলে নেওয়ার পক্ষেই সওয়াল করছে বেজিং৷ করোনার বিরুদ্ধে নিজেদের সব দিয়ে লড়াই করছে বিশ্বের উন্নয়নশীল দেশগুলি। তাঁদের জন্যই আপাতত টিকার ওপর থেকে স্বত্ত্ব তুলে নেওয়া উচিত।

করোনা বিরুদ্ধে লড়াইটা আরও সহজ হয়ে যাবে যদি টিকার ওপর থেকে স্বত্ত্ব তুলে নেওয়া হয়৷ এই মর্মে আবেদন জানিয়েছিল ভারত। অর্থাৎ কোভিড টিকার ওপর কোনও নির্দিষ্ট দেশের অধিকার থাকবে না। একই সুর শোনা গিয়েছিল দক্ষিণ আফ্রিকার গলাতেও। টিকার স্বত্ত্ব তুলে নেওয়ার দাবি জানিয়েছিল দেশটি। তখন তাঁদের পাশে দাঁড়িয়েছিল আমেরিকা। এবার চিনের গলাতেও একই সুর শোনা যাওয়ায় আরও জোরালো হল বিষয়টি। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, ‘টিকার ওপর থেকে উৎপাদন স্বত্ত্ব বা আইপিআর তুলে নেওয়ার জন্য উন্নয়নশীল দেশগুলির তরফে যে দাবি জানানো হচ্ছে, আমরা তার গুরুত্ব বুঝতে পারছি। তাঁদের এই আবেদনকে সমর্থনও জানাচ্ছি।’ এ প্রসঙ্গে বলতে গিয়ে সুকৌশলে ভারতের নাম এড়িয়ে গিয়ে তিনি আরও বলেন, ‘বৃহত্তর উন্নয়নশীল দেশগুলি বিশ্বের দায়িত্বশীল সদস্য। তাঁদের কাছে যাতে পর্যাপ্ত টিকা পৌঁছে যায়, সেদিকে নজর রাখব এবং তাঁদের জন্য যা যা করণীয় সেটা আমরা করব।’ টিকার ওপর থেকে ত্বত্ত্ব তুলে নেওয়া প্রসঙ্গে চিনের এই সমর্থন নি:সন্দেহে তাৎপর্যপূর্ণ। ওয়াকিবহাল মহল বলছে, টিকা উৎপাদনের স্বত্ত্ব উঠে গেলে তার সুবিধা নিতে পারবে চিনও। তাই হঠাৎ এই ভোলবদল।

বিশ্বজুড়ে কোভিড টিকা সমানভাবে বন্টন হচ্ছে না বলে বারবার অভিযোগ উঠেছে। এতে ভারতের মতো অনেক দেশেই টিকার আকাল দেখা দিয়েছে। এহেন পরিস্থিতিতে টিকার জোগান বাড়াতে তা তৈরির স্বত্ত্ব তুলে নেওয়ার আবেদন জানায় ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *