৯ বার কোভিড নেগেটিভ ব্যক্তি সংক্রমণ ছড়াচ্ছেন! বিরাট চাঞ্চল্য

৯ বার কোভিড নেগেটিভ ব্যক্তি সংক্রমণ ছড়াচ্ছেন! বিরাট চাঞ্চল্য

বেজিং: চিন থেকে বিশ্ব জুড়ে করোনা ভাইরাস ছড়িয়েছে পড়েছিল ২০২০ সালে। সেই আতঙ্ক এবং ভাইরাসের রেশ এখনও বহাল এবং দিন দিন আতঙ্ক বাড়িয়ে যাচ্ছে। গোটা বিশ্ব জুড়ে ভ্যাক্সিনেশন শুরু হওয়াতে কিছুটা হলেও স্বস্তি হচ্ছে ঠিকই কিন্তু ভাইরাস সংক্রমণের নতুন নতুন তথ্য আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে প্রতিনিয়ত। এখন আবার সেই চিন থেকেই নতুন করে করোনা আতঙ্ক শুরু হয়েছে। খবর ছড়িয়েছে যে, এক ব্যক্তি করোনা নেগেটিভ হওয়া সত্ত্বেও ভাইরাস ছড়াচ্ছেন! চিনের ফুজিয়ান প্রদেশে এই নিয়ে চাঞ্চল্য। 

আরও পড়ুন- ক্রমশ বাড়ছে ভাইরাল নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা, কী বলছেন চিকিৎসকরা?

জানা গিয়েছে, সম্প্রতি সিঙ্গাপুর থেকে ফিরে আসা এক ব্যক্তিকে ঘিরে আতঙ্ক বেড়েছে সেখানে। চার সপ্তাহের মধ্যে ন’বার নিউক্লিক অ্যাসিড টেস্ট এবং সেরাম পরীক্ষা করা হয়েছে ওই ব্যক্তির। প্রতিবারই করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে তার। কিন্তু তাঁর থেকেই নতুন করে সেখানে করোনা ভাইরাস ছড়াচ্ছে বলে মনে করা হচ্ছে। যদিও ওই ব্যক্তি বিদেশ থেকে আসার পর ৩ সপ্তাহ কোয়ারেন্টাইনে ছিলেন। তাও এই ঘটনা কী ভাবে সম্ভব না কিছুতেই বোঝা যাচ্ছে না এখনই। উদ্বেগ আরও বেড়েছে কারণ, ওই ব্যক্তি ফিরে আসার পরেই ফুজিয়ার পুতিয়ান, কুয়ানঝো এবং শিয়ামানে উপসর্গহীন রোগসহ অন্তত ৭৫ জনের দেহে ধরা পড়েছে করোনা। সেই প্রেক্ষিতেই আপাতত ওই ব্যক্তি ওপর নজর রাখা হচ্ছে এবং তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে। 

আরও পড়ুন- ৩০ সেপ্টেম্বর তিন কেন্দ্রে ভোট, রাজ্যে আসছে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

সম্প্রতি আবার আরও আতঙ্ক সৃষ্টি করেছে অন্য একটি খবর। এবার মনে করা হচ্ছে করোনাভাইরাসের সঙ্গে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মহামারী শুরু হবে। কারণ আবার মাথাচাড়া দিয়ে উঠছে এই ফ্লু ভাইরাস। আমেরিকার পিটসবার্গ বিশ্ববিদ্যালয় এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় প্রকাশ পেয়েছে, সেপ্টেম্বরের শেষের দিক থেকে শুরু হতে পারে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের দাপট। শীতকাল শেষ না হওয়া পর্যন্ত চলবে সেটি। তাৎপর্যপূর্ণ ব্যাপার ঠিক এই সময়েই করোনাভাইরাস তৃতীয় ঢেউ আছড়ে পড়ার কথা রয়েছে। সুতরাং আশঙ্কা যদি সত্যি হয় তাহলে এই একই সময়ে দুটি ভাইরাস দাপট দেখাবে! এই সময়কে একটি নতুন পর্ব বলে ধরা হচ্ছে এবং যার নাম দেওয়া হয়েছে ‘টুইনডেমিক’। অর্থাৎ দুটি মহামারী একই সঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 3 =