চলছিল আবহাওয়ার খবর, আচমকাই নিউজ চ্যানেলে শুরু হল পর্ন ভিডিও !

চলছিল আবহাওয়ার খবর, আচমকাই নিউজ চ্যানেলে শুরু হল পর্ন ভিডিও !

নিউ ইয়র্ক:  নিউজ চ্যানেলে তখন চলছে আবহাওয়ার খবর৷ প্রতিদিনের মতোই তখন সংবাদ পরিবেশন করছেন সঞ্চালিকা৷ হঠাৎই ঘটে বিপত্তি৷ খবর চলার মাঝেই আচমকা স্ক্রিনে চলতে শুরু করল পর্ন ছবি! টানা ১৩ সেকেন্ড ধরে সেই দৃশ্য দেখলেন দর্শকরা৷ এমনই এক অবাক করা কাণ্ড ঘটল এক মার্কিন টিভি চ্যানেলে৷ 

আরও পড়ুন- বদলে যাবে ফেসবুকের নাম? আগামী সপ্তাহেই নতুন নাম ঘোষণা করতে পারেন জুকারবার্গ

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আমেরিকার ওয়াশিংটনে KERM 2 নামে একটি নিউজ চ্যানেলে এই ঘটনাটি ঘটে৷ ঘটনাটি ১৭ অক্টোবরের৷ তবে এদিন তা প্রকাশ্যে এসেছে৷ আর পাঁচটা দিনের মতোই সন্ধ্যে ছ’টার বুলেটিনে তখন আবহাওয়ার রিপোর্ট দিচ্ছিলেন আবহবিদ মিচেল বস। সেই সময় হাঠাৎ করেই চলতে শুরু করে আপত্তিকর ছবি৷ মিচেলের ঠিক পিছনে থাকা স্ত্রিনে ফুটে ওঠে পর্ন ছবির দৃশ্য৷ ১৩ সেকেন্ড ধরে ওই ছবি দেখা যায়৷ অথচ সঞ্চালিকা কিংবা আবহদিব কেউই বিষয়টি ঠাওর করতে পারেননি৷ কিন্তু দর্শকরা সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই হইচই পড়ে যায়৷ ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে ওই পোস্ট৷      

এদিকে এই বিভ্রাটের পরেই রাত ১১টা নাগাদ ক্ষমা চেয়ে নেয় KERM নিউজ চ্যানেল। ওই সময় যে সঞ্চালিকা ছিলেন তিনি বলেন,  “আমাদের নিউজ চ্যানেলে ভুল বশত একটি আপত্তিকর ভিডিও প্রকাশিত হয়েছে। এই ধরনের অবাঞ্চিত ঘটনার যাতে পুনরাবৃতি না হয় সেদিকে আমরা খেয়াল রাখব।”

পাশাপাশি এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ নিউজ চ্যানেলে এই দৃশ্য দেখার পরেই অনেক দর্শক পুলিশ স্টেশনে ফোন করে অভিযোগ জানান। এর পরেই ঘটনাটির তদন্ত শুরু করে পুলিশ। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + sixteen =