একদিনেই আমেরিকায় রেকর্ড মৃত্যু, লকডাউনের মেয়াদ বাড়ল নিউ ইয়র্কে

একদিনেই আমেরিকায় রেকর্ড মৃত্যু, লকডাউনের মেয়াদ বাড়ল নিউ ইয়র্কে

নিউ ইয়র্ক: আমেরিকার পরিস্থিতি ক্রমেই লাগাম ছাড়া হয়ে যাচ্ছ৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিন আগেই বলেছিলেন, আমেরিকা সব থেকে খারাপ পরিস্থিতি পার করে দিয়েছে৷ কিন্তু পরিসংখ্যান অন্য কিছি ইঙ্গিত করছে৷ পরিসংখ্যান জানাচ্ছে, আমেরিকায় ক্রমেই পরিস্থিতি খারাপ হচ্ছে৷ আমেরিকায় গত ২৪ ঘণ্টায় ৪৫০০ জনের করোনায় মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷

শুধু আমেরিকাতেই করোনা আক্রান্ত হয়েছেন ৬,৬৭,৮০০৷  গত দুই দিনে আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে৷  আমেরিকার মধ্যে নিউ ইয়র্ক সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ নিউ ইয়র্কে করোনায় মৃতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে গিয়েছে৷ নিউ ইয়র্কের প্রশাসন আগামী ১৫ মে পর্যন্ত লকডাউন বাড়িয়েছে বলে জানা গিয়েছে৷

স্থানীয় সময় বৃহস্পতিবার রাত পর্যন্ত করোনায়  গত ২৪ ঘণ্টায় ৪,৪৯১ জনের মৃত্যু হয়েছে৷  এই মৃত্যুর হার বিশ্বে এখনও কোনও দেশে হয়নি৷ এরফলে আমেরিকায় করোনায় মৃত্যুর হার দাঁড়াল ৩২,৯১৭৷  স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সাম্ভাবয করোনায় মৃত্যুর তালিকা সংযুক্ত করলে, এই সংখ্যা আরও অনেকটাই বাড়বে৷ এর আগে আমেরিকায় করোনায় সর্বাধিক মৃত্যুর সংখ্যা ছিল ২৪ ঘণ্টায় প্রায় আড়াই হাজার৷ বৃহস্পতিবার রাতেই আমেরিকার পক্ষ থেকে ঘোষণা করা হয়, ৪১৪১ ‘সম্ভাব্য’ করোনায় মৃত্যু ধরে তাঁদের দেশে মোট মৃত্যু সংখ্যা দাড়াচ্ছে ৩১ হাজার ৭১ -এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − four =