প্রকাশ্যে এল দাউদের নয়া ছবি, দেখুন কতটা বদলে গিয়েছে ‘ডন’?

নয়াদিল্লি: বছর ২৫ পর অবশেষে খোঁজ মিলল ১৯৯৩ মুম্বই সিরিয়াল ব্লাস্ট কাণ্ডের মোস্ট ওয়ান্টেড মাস্টারমাইন্ড দাউদ ইব্রাহিম৷ সূত্রের খবর, দাউদ আপাতত পাকিস্তানে রয়েছে৷ পাক সরকারের তরফে এই দাবি উড়িয়ে দেওয়া হলেও প্রকাশ্যে এসেছে দাউদের ছবি৷ আর তেতেই মুখোশ খুলে গিয়েছে ইমরান প্রশাসনের৷ ছবিতে দেখা গিয়েছে, ফেরার থাকা দাউদ গত ২৫ বছরে অনেক বদলে গিয়েছে৷ পেকেছে

প্রকাশ্যে এল দাউদের নয়া ছবি, দেখুন কতটা বদলে গিয়েছে ‘ডন’?

নয়াদিল্লি: বছর ২৫ পর অবশেষে খোঁজ মিলল ১৯৯৩ মুম্বই সিরিয়াল ব্লাস্ট কাণ্ডের মোস্ট ওয়ান্টেড মাস্টারমাইন্ড দাউদ ইব্রাহিম৷ সূত্রের খবর, দাউদ আপাতত পাকিস্তানে রয়েছে৷ পাক সরকারের তরফে এই দাবি উড়িয়ে দেওয়া হলেও প্রকাশ্যে এসেছে দাউদের ছবি৷ আর তেতেই মুখোশ খুলে গিয়েছে ইমরান প্রশাসনের৷

ছবিতে দেখা গিয়েছে, ফেরার থাকা দাউদ গত ২৫ বছরে অনেক বদলে গিয়েছে৷ পেকেছে দাঁড়ি৷ চুলেও পাক ধরেছে৷ শুটবুট পরে নিরাপদ আশ্রয়ে রয়েছে বলে খবর৷ যদিও দাউদ সম্পর্কে পাকিস্তানের দাবি, তারা জানেন না এই আন্ডারওয়ার্ল্ড ডন কোথায়? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রকাশি প্রতিবেদনে জানানো হয়েছে, গোয়েন্দারা জানতে পেরেছেন পাকিস্তনে বহাল তবিয়তেই রয়েছে দাউদ৷ হলে তোলা একটি এক্সক্লুসিভ ছবি প্রকাশিত হয়েছে ওই প্রতিবেদনে৷

প্রকাশ্যে এল দাউদের নয়া ছবি, দেখুন কতটা বদলে গিয়েছে ‘ডন’?ওই প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা বিষয়ক সংস্থাগুলির হাতে এসেছে দাউদের শুটবুট পরা একাধিক ছবি৷ তিনি যখন তার সবচেয়ে বিশ্বস্ত সহযোগী জাবির মোতিওয়ালার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, তখনই এসব ছবি তোলা হয় বলে খবর৷ ডি-কোম্পানি হিসেবে পরিচিত আন্তর্জাতিক নেটওয়ার্কের প্রধানদের অন্যতম জাবির মোতিওয়ালা৷ ওই ছবিতে ক্লিন সেভ করা দাউদ ইব্রাহিমকে দেখা যায় মোতিওয়ালার সঙ্গে আলাপরত অবস্থায়৷ দাউদের এই ছবি ঘিরে তৈরি হয়েছে নয়া রাজনৈতিক উত্তাপ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 1 =