লন্ডন: চোখ রাঙাচ্ছে করোনা৷ করোনাকে হারাতে গোটা বিশ্বের বিজ্ঞানীরা এক হয়ে চালিয়ে যাচ্ছে গবেষণা৷ প্রতিযোগিতাও চলছে, কে আগে তৈরি করবে করোনার টিকা৷ ভারতের পাশাপাশি আমেরিকা, চিন, ফ্রান্স গবেষণা চালিয়ে যাচ্ছে৷ প্রথমিক স্তরে কিছু কিছু ক্ষেত্রে সাফল্য, আশার আলো দেখা দিলেও ল্যাবের বাইরে এখনও আসনি করোনার প্রতিষেধক৷ গোটা বিশ্ব যখন মারণ করোনাকে হারাতে গবেষণা চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই চাঞ্চল্যকর বয়ান প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ এখনই মিলতে নাও পারে করোনার প্রতিষেধক, চরম আশঙ্কার কথা জানিয়েছে ‘হু’র করোনা-দূত৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা সংক্রান্ত বিশেষ দূত তথা লন্ডনের ইম্পিরিয়াল কলেজের অধ্যাপক ডেভিড নেবারো জানিয়েছেন, প্রতিষেধক মিলবেই, এমনটা আমরা নিশ্চিত করে বলতে পারছি না৷ এমন অনেক ভাইরাস আছে যাদের টিকা আজও পর্যন্ত আমরা খুঁজে পাইনি৷ করোনার ক্ষেত্রেও কি একই অবস্থা হবে? তা অবশ্য বলতে পারেননি তিনি৷
তাঁর এই আশঙ্কার পিছনে দিয়েছেন বেশ কিছু উদাহরণ৷ জানিয়েছেন, আমাদের শুরুর দিকে মনে হয়ে ছিল, এইচআইভি’র টিকা মিলতে পারে৷ কিন্তু ৪০ বছরে ৩ কোটি ২০ লক্ষ মানুষের মৃত্যু হলেও মেলেনি কোনও টিকা৷ ম্যালেরিয়ার প্রতিষেধক খোঁজার চেষ্টা চলছে৷ ডেঙ্গুর কোনও টিকা এখনও মেলেনি৷ করোনা ভাইরাসের ক্ষেত্রে কী হবে, তা এখনই বলা যাচ্ছে না৷
তবে, হু’র দূত যাই বলুন না কেন, করোনা মারতে বিজ্ঞানী আশা ছাড়তে নারাজ৷ চলছে গবেষণা৷ ব্রিটেনের ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজ তাদের গবেষণা বেশকিছুটা এগিয়েছে বলে খবর৷