ওয়াশিংটন: রাষ্ট্রসংঘে জৈশ প্রধান মাসুজ আজহারকে নিয়ে নিজেদের অবস্থান বদলাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের সংবাদপত্র ডন জানাচ্ছে, পাকিস্তান সরকারের বক্তব্য, তারা নিজেদের অবস্থান সংশোধন করবে। কোনও ব্যক্তিই পাকিস্তানের ঊর্ধ্বে নয়। জৈশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তা পরিষদে জৈশ সম্পর্কে আগের মনোভাব বদলাবে তারা।
ইতিমধ্যেই আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্স নিরাপত্তা পরিষদে জৈশ এবং মাসুদ আজহারকে বিশ্ব সন্ত্রাসবাদী ঘোষণা করার প্রস্তাব এনেছে। সুর অনেকটা নরম করছে চিনও। ডন জানাচ্ছে, পাক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, জাতীয় অ্যাকশন প্ল্যান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে সব জঙ্গি সংগঠনের বিরুদ্ধে। তবে জৈশের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেওয়া হবে তা নির্দিষ্ট করে জানাননি ফাওয়াদ।
বলেছেন, সময় ঠিক করবে নিরাপত্তাবাহিনী। পুলওয়ামা হামলার মূল চক্রী মাসুদ আজহারের জৈশ এ মহম্মদ এবং জামাত উদ দাওয়া, ফালাহ ই ইনসানিয়ত ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবস্থ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তবে এই অভিযান ২১ ফেব্রুয়ারির জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে চূড়ান্ত হয়েছে।