ভারতীয় মুদ্রায় আরও এক দফায় নিষেধাজ্ঞা চাপাল নেপাল

কাঠমাণ্ডু: ভারতের ২০০, ৫০০ এবং ২,০০০টাকার নোট নিষিদ্ধ হলো নেপালে৷ নেপালের রাষ্ট্র ব্যাঙ্ক এই নির্দেশ দিয়েছে৷ কাঠমাণ্ডু পোস্ট জানিয়েছে, দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক এক বিবৃতিতে বলেছে, ভারতের ১০০টাকার ওপরের নোট প্রতিবেশী দেশটিতে নিষিদ্ধ করা হয়েছে৷ হিমালয়ের কোলে অবস্থিত নেপাল এবং ভুটানে ভারতের মুদ্রার প্রচলন সুবিদিত৷ সোমবার কাঠমাণ্ডু পোস্টে প্রকাশিত খবর থেকে জানা যায় নেপালে সফররত পর্যটক,

ভারতীয় মুদ্রায় আরও এক দফায় নিষেধাজ্ঞা চাপাল নেপাল

কাঠমাণ্ডু: ভারতের ২০০, ৫০০ এবং ২,০০০টাকার নোট নিষিদ্ধ হলো নেপালে৷ নেপালের রাষ্ট্র ব্যাঙ্ক এই নির্দেশ দিয়েছে৷ কাঠমাণ্ডু পোস্ট জানিয়েছে, দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক এক বিবৃতিতে বলেছে, ভারতের ১০০টাকার ওপরের নোট প্রতিবেশী দেশটিতে নিষিদ্ধ করা হয়েছে৷

হিমালয়ের কোলে অবস্থিত নেপাল এবং ভুটানে ভারতের মুদ্রার প্রচলন সুবিদিত৷ সোমবার কাঠমাণ্ডু পোস্টে প্রকাশিত খবর থেকে জানা যায় নেপালে সফররত পর্যটক, ব্যাঙ্ক, আর্থিক প্রতিষ্ঠানগুলিকে ভারতের ১০০টাকার ওপরের যে কোনও অঙ্কের নোটে লেনদেন করতে নিষেধ করা হয়েছে৷ গত ১৩ ডিসেম্বর নেপালের মন্ত্রীসভা ভারতের ১০০টাকার ওপরের মূল্যের নোট নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 5 =