পৃথিবী থেকে মুছে যেতে চলেছে এই ৫টি প্রজাতির অস্তিত্ব!

পৃথিবী থেকে মুছে যেতে চলেছে এই ৫টি প্রজাতির অস্তিত্ব!

432bd8204c99aa872645c229f395dbc0

 
নয়াদিল্লি: শুক্রবার পালিত হল জাতীয় বিপন্ন প্রজাতি দিবস৷ প্রতি বছর মে মাসের তৃতীয় শুক্রবার এই দিনটি পালিত হয়৷ এ বছর এই দিনটি পড়েছে ২১ মে। বিশ্বব্যাপী বহু প্রজাতির বিপন্নতার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে শিকার, জলবায়ু পরিবর্তন, আবাসস্থল ধ্বংসপ্রাপ্ত হওয়া ইত্যাদি৷ এই উপলক্ষে বিশ্বজুড়ে বিপন্ন প্রজাতিদের রক্ষার প্রয়োজনীয়তার কতা মাথা রেখে ২০০৬ সালে এই উদ্যোগ নেওয়া হয়৷ বিপন্ন প্রজাতির নিরাপত্তা ও পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনতে বিভিন্ন কঠোর পদক্ষেপ করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বিভিন্ন প্রজাতির প্রাণীদের উন্নয়নের লক্ষ্যে প্রাকৃতিক বাসস্থান সংরক্ষণের ওপর জোর দেওয়া হয়েছে। এমন অনেক প্রজাতির প্রাণী রয়েছে যাদের মধ্যে কিছু ইতিমধ্যে বিলুপ্তও হয়ে গিয়েছে।

ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার বিভিন্ন বিপন্ন উদ্ভিদ এবং প্রাণীর তালিকা রেড ডেটা বুকের মধ্যে প্রকাশ করে। ১৯৬৮ সালে প্রথম রেড ডেটা বুক প্রকাশ করা হয়। এই বইয়ে সাধারণত বিপন্ন, বিলুপ্ত, সঙ্কটজনক ও বিরল প্রজাতিভুক্ত প্রাণী ও উদ্ভিদের তালিকা প্রকাশ করা হয়। বর্তমানে বিলুপ্তির হুমকির মুখে রয়েছে প্রায় ৩৭,৪০০টি প্রজাতি। এই রেড তালিকায় বিশ্বব্যাপী বিলুপ্তির ঝুঁকির মুখে পড়েছে এমন ৫টি বিপন্ন প্রজাতি হল-

বেঙ্গল টাইগার: ভারতের জাতীয় পশু বাঘ এবং রয়েল বেঙ্গল টাইগার যা বিরল প্রজাতিগুলির মধ্যে পড়ে। বর্তমানে বিপন্ন প্রজাতির মধ্যে রয়েছে। এরা ১০ ফুট দৈর্ঘ ও ৫৫০ পাউন্ড ওজনের হয়। এরা সুন্দরবনে রয়েছে বেশি সংখ্যায়, এছাড়াও  অল্প কিছু সংখ্যায় রণথম্বোর জাতীয় উদ্যান, জিম করবেট জাতীয় উদ্যান, বান্ধবগড় জাতীয় উদ্যানে রয়েছে।

লাল পান্ডা : পূর্ব হিমালয়ে লালচে বাদামি রঙের স্তন্যপায়ী প্রাণী হল লাল পান্ডা। এরাও শিকার ও বাসস্থানের অভাবে দ্রুত বিলুপ্তির পথে।

নীলগিরি তাহর: পাহাড়ি ছাগলের একটি প্রজাতি নীলগিরি তাহর। এই প্রাণীটির দেখা মেলে তামিলনাড়ুতে। এছাড়াও ইরাকিকুলাম জাতীয় উদ্যান, নীলগিরি পাহাড়, আনাইমালাই পাহাড়, পেরিয়ার জাতীয় উদ্যান, পালনি পাহাড়ে এর দেখা পাওয়া য়ায়। ভারতে নীলগিরি তাহরের মোট সংখ্যা মাত্র ২৫০০।

এক-শিং যুক্ত গণ্ডার: এদের শিং নানা ধরনের ওষুধ তৈরিতে কাজে লাগে। তাই অবাধ শিকারও হয়। এই বিপন্ন ভারতীয় প্রজাতির বেশিরভাগই কাজিরাঙা জাতীয় উদ্যান , দুধওয়া টাইগার রিজার্ভ, পোবিটোরা ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি-তে রয়েছে।

স্নো লেপার্ড: স্নো লেপার্ড বাঁচাতে ভারত সরকার জাতীয় প্রোটোকল চালু করেছে। সারা পৃথিবীতে মাত্র ৫০০টি স্নো লেপার্ডের অস্তিত্ব রয়েছে।

এশিয়াটিক সিংহ: সংখ্যায় কমে যাওয়া আরও একটি বিপন্ন প্রজাতি হল এশিয়াটিক সিংহ। আর মাত্র ৬৫০টি সিংহ রয়েছে৷ ভারতের গির জাতীয় উদ্যানে এদের দেখতে পাওয়া যায়।

কৃষ্ণ বক : ভারতে বিপন্ন প্রজাতি মধ্যে এটাও আর একটি প্রাণী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *