সৌর পরিবারের বাইরে ‘দানব’ গ্রহের সন্ধান দিল নাসা!

সৌর পরিবারের বাইরে ‘দানব’ গ্রহের সন্ধান দিল নাসা!

নিউ ইয়র্ক:  অন্ধকার মহাকাশে লুকিয়ে রয়েছে হাজার রহস্য৷ এমনই এক রহস্যের হদিশ পেল  নাসা৷ তাদের চোখে ধরা পড়েছে সৌর মণ্ডলের বাইরে থাকা পৃথিবীর ‘সহোদরা’র৷ যদিও পৃথিবীর থেকে আকারে প্রায় ৪০ গুণ বড় এই গ্রহটি রয়েছে ৭৩০ আলোকবর্ষ দূরে৷ মনে করা হচ্ছে কোনও নক্ষত্র থেকেই জন্ম হয়েছে এই দানব গ্রহটির৷ 

২০১৮ সালে নাসার বিজ্ঞানীরা সৌর পরিবারের বাইরে থাকা এই গ্রহের প্রথম সন্ধান দেন৷ নাসার ট্রানজিটিং এক্সোপ্লানেট সার্ভে স্যাটেলাইটে প্রথম ধরা পড়ে এই গ্রহটি৷ তার নাম দেওয়া হয় TOI-849b৷ পরে এই গ্রহটির অস্তিত্বে মান্যতা দেয় চিলির লা সিলা ওবজারভেটরি৷ পৃথিবী সদৃশ এই এলিয়ান গ্রহটি ঘুরে চলেছে সূর্যের মতোই কোনও এক নক্ষত্রকে কেন্দ্র করে৷ 

চিলির প্যারানাল অবজারভেটরি এবং লাস কাম্বার্স অবজারভেটরি গ্লোবাল টেলিস্কোপে দেখা গিয়েছে TOI-849b গ্রহটির ব্যাসরেখা পৃথিবী থেকে প্রায় ৩.৪৫ গুণ বড়৷ আকারে খানিকটা নেপচুনের সমান৷ এর ঘনত্ব অনেকটা পৃথিবীর মতো হলেও ভর কিন্তু অনেকটাই বেশি৷

TOI-849b তার পরিবারের কেন্দ্রে থাকা নক্ষত্রটিকে পৃথিবীর থেকে কম সময়ে প্রদক্ষিণ করে৷ কক্ষপথে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় ১৮.৪ ঘণ্টা৷ ফলে বোঝাই যাচ্ছে নক্ষত্র থেকে TOI-849b-এর দূরত্ব অনেকটাই কম৷ ফলে এই গ্রহের উত্তাপও অনেকটাই বেশি৷ নক্ষত্র থেকে দূরত্বের হিসাবে অ্যাসট্রোনমিক্যাল ইউনিটের ১.৫ শতাংশ৷ অন্যদিকে, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব ৯৩ মিলিয়ন মাইল বা ১৫০ মিলিয়ন কিলোমিটার৷ নেপচুনের মতো এক বিশালাকার পৃথিবী রহস্যজনকভাবে নক্ষত্রের এত কাছাকাছি ঘুরে বেরাচ্ছে৷ এই দানবাকার গ্রহটি বৃহস্পতির মতোই একটি গ্যাস জায়েন্ট৷ এর মাধ্যাকর্ষণ শক্তিও প্রবল৷ জন্মদাতা নক্ষত্রটির বয়স হবে ৬.৭ বিলিয়ন বছর৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 2 =