NRC ইস্যুতে ‘চিন্তামুক্ত’ হাসিনা, অভয় দিলেন মোদি

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় সন্তুষ্ট৷ সবকিছু ঠিক আছে৷ এনআরসি প্রভাব তাঁর দেশে পড়বে না৷ মোদির সঙ্গে বৈঠকের পর ঠিক এভাষাতেই আশ্বস্ত করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ অসমে এনআরসির জেরে বেশ চিন্তায় ছিলেন তিনি৷ কিন্তু বৃহস্পতিবার মোদির সঙ্গে বৈঠকের পর সেই চিন্তা থেকে মুক্তি পেয়েছেন তিনি৷ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিজনেস সামিটে যোগ দেওয়ার জন্য

3 stocks recomended

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় সন্তুষ্ট৷ সবকিছু ঠিক আছে৷ এনআরসি প্রভাব তাঁর দেশে পড়বে না৷ মোদির সঙ্গে বৈঠকের পর ঠিক এভাষাতেই আশ্বস্ত করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ অসমে এনআরসির জেরে বেশ চিন্তায় ছিলেন তিনি৷ কিন্তু বৃহস্পতিবার মোদির সঙ্গে বৈঠকের পর সেই চিন্তা থেকে মুক্তি পেয়েছেন তিনি৷

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিজনেস সামিটে যোগ দেওয়ার জন্য নয়াদিল্লি সফরে রয়েছেন প্রধানমন্ত্রী হাসিনা৷ শনিবার সেখানে মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে তাঁর৷ তার আগে বৃহস্পতিবার মোদির সঙ্গে আলোচনায় বসেন হাসিনা৷ আলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি৷ স্বভাবতই প্রশ্ন ওঠে এনআরসি নিয়ে৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘‘মোদিজির সঙ্গে আমার সঙ্গে কথা হয়েছে৷ এনআরসি নিয়ে কোনও সমস্যা নেই৷ সবকিছু ঠিক আছে৷’’

অসমে এনআরসি চালু হওয়ায় উদ্বেগ বাড়ে ওপার বাংলায়৷ সম্প্রতি আমেরিকার নিউ ইয়র্কে মোদির সঙ্গে দেখা করেন হাসিনা৷ অসমের এনআরসি নিয়ে তাঁর ও বাংলাদেশবাসীর চিন্তার কথা সেখানেই মোদিকে জানান তিনি৷ উত্তরে মোদি তাঁকে জানান, ভারত-বাংলাদেশের অভ্যন্তরীণ সম্পর্ক বেশ ভাল৷ তাই এনআরসি নিয়ে হাসিনার কোনও ভয় পাওয়ার কারণ নেই৷

এদিনও পূর্বের মতো আশ্বস্ত করেছেন মোদি৷ তা হাসিনার বক্তব্যে স্পষ্ট৷ বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আব্দুল জানিয়েছেন, ভারতের কথায় ভরসা রয়েছে তাঁদের৷ যদিও দ্বিপাক্ষিক বৈঠকে একমাত্র এনআরসি নিয়েই যাতে আলোচনা হয়, সেই বিষয়ে নিশ্চিত হতে চান তিনি৷ এদিকে শুধু এনআরসি নয়, মোদির সঙ্গে তিস্তা সহ ৫৪টি নদীর জল নিয়েও আলোচনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী হাসিনা৷ সেইসঙ্গে সীমান্তে সন্ত্রাস, বাণিজ্য প্রভৃতি বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − eleven =