নগ্ন হয়ে সাইকেল চালিয়ে প্রতিবাদে সামিল পুরুষ-মহিলারা!

নগ্ন হয়ে সাইকেল চালিয়ে প্রতিবাদে সামিল পুরুষ-মহিলারা!

ফিলাডেলফিয়া: শুধু মুখে একটা মাস্ক, ব্যস৷ সাইকেল আরোহীদের প্রয়োজন নেই কোনও শার্ট, প্যান্ট বা স্কার্টের৷ এমনকি অন্তর্বাসও পরেননি তাঁরা৷ তবে করোনা আবহে তার বিধিনিষেধ মানতে ভোলেননি৷ তাই নগ্ন হয়েও মুখ ঢেকেছেন মাস্কে৷ এই ছবি ধরা পড়েছে ফিলাডেলফিয়ায়৷ খালি শরীরেই শহর দাপিয়ে বেড়াচ্ছেন মহিলা-পুরুষ সকলে৷

বার্ষিক ফিলি নেকেড বাইক রাইড আয়োজকরা জানিয়েছে যে, এ বছর ২৮ অগস্ট অনুষ্ঠানটি হবে এবং তাতে শুধুমাত্র মাস্ক প্রয়োজন৷ করোনা ভাইরাসের জন্য যে বিধিনিষেধ রয়েছে, তার জন্যই এই সিদ্ধান্ত৷ গত এক সপ্তাহের পরিসংখ্যান বলছে, ভ্যাকসিন প্রদান করা শুরু হওয়ার পর থেকে কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে কোভিড ১৯৷ প্রতিদিনের সংক্রমণের হারও হ্রাস পেয়েছে৷ তবে করোনা আবহে বাইক রাইড আয়োজকরা কোনও ঝুঁকি নিতে চান না বলেই এই সাইকেল চালানোর সময় মাস্ক আবশ্যিক বলে জানিয়েছেন৷ প্রধান উদ্যোক্ত ওয়েসলি নুনান সেসা জানিয়েছেন, সামনের মাসে বা তার আগে শহরে প্রশাসনের তরফে কি জানায় সেদিকে তারা নজর রাখছেন৷ যেমন করোনা পরিস্থিতি হবে, সেই অনুসারে বাড়তি সতর্কতা নেওয়া হবে৷

কখনও সখনও সাইকেল চালানোর জন্য হাজার জন জড়ো হন৷ তাঁরা সাধারণত একটি পার্কে জড়ো হন, তাঁদের জামাকাপড় এবং প্যান্ট রাখার জন্য৷ অপরের শরীরে নানা রকমের আঁকি-বুঁকি করেন৷ তারপর চড়েন সাইকেলে৷ প্রায় হাজার জন জমায়েত হন এই সাইকেল রাইডে অংশ নিতে৷ এমন নগ্ন হয়ে সাইকলে চালানোর পিছনে একটি উদ্দ্যেশ্য রয়েছে৷ শরীরের গুরুত্ব, সাইকেল আরোহীদের নিরাপত্তা, জীবাশ্ম জ্বালানির ওপর মানুষের নির্ভরশীলতার প্রতিবাদে এই সাইকেল রাইড আয়োজন করা হয়৷ সাইকেল চালিয়ে আরোহীরা প্রায় ১০ মাইল মানে ১৬ কিলোমিটার রাস্তা অতিক্রম করেন৷ ইন্ডিপেনডেন্স হল, দা লিবার্টি বেল এবং ফিলাডেলফিলায়া মিউজিয়াম অব আর্টস ঘোরেন সব সাইকেল আরোহী৷ উল্লেখ্য, ২০২০ সালে করোনার বাড়বাড়ন্তের জন্য বাতিল করা হয় এই সাইকেল রাইড৷ গত বছর এই অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত একদম ঠিক ছিল বলেই জানাচ্ছেন উদ্যোক্তারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *