চিনের ‘অজানা নিউমোনিয়া’ এবার আমেরিকায়? একাধিক আক্রান্তে ছড়াচ্ছে উদ্বেগ

চিনের ‘অজানা নিউমোনিয়া’ এবার আমেরিকায়? একাধিক আক্রান্তে ছড়াচ্ছে উদ্বেগ

নিউইয়র্ক: করোনার স্মৃতিকে উস্কে দিয়ে আবার গোটা বিশ্বের ভয় বাড়িয়েছে চিন। এবার কারণ ‘অজানা নিউমোনিয়া’। সম্প্রতি উত্তর চিনের একটি স্কুলে পড়ুয়াদের মধ্যে এই রহস্যজনক রোগ ছড়িয়ে পড়ে। যার উপসর্গ অনেকটা ইনফ্লুয়েঞ্জার মতো। তবে এতদিন চিন ছাড়া অন্য কোথাও এই রোগের অস্তিত্ব চোখে পড়েনি। এবার পড়ল। তাই বাড়ল আতঙ্কও। ‘অজানা’ এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে আমেরিকায়। 

বেজিং সরকারের থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন এই রোগ নিয়ে রিপোর্ট চেয়েছিল তখন তারা জানিয়েছিল যে, আতঙ্কের কিছু নেই। এই নিউমোনিয়া নিয়ে বাড়তি উদ্বেগের কোনও কারণ নেই। কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে আশঙ্কা তৈরি হচ্ছে। কারণ এতদিন তা চিনের বাইরে যায়নি, এখন আমেরিকার মতো দেশে পৌঁছে গিয়েছে এই ‘অজানা নিউমোনিয়া’। জানা গিয়েছে, ওহাইও প্রদেশের ওয়ারেন কাউন্টিতে ইতিমধ্যেই নিউমোনিয়া আক্রান্ত শিশুর সংখ্যা ১৪৫। রোগীদের বয়স ৩ বছর থেকে ১৪ বছরের মধ্যে। যদিও বিশেষজ্ঞদের একাংশ মনে করছে, চিনের নিউমোনিয়ার সঙ্গে এই রোগের মিল আপাতত নেই। 

চিনের বেশ কিছু এলাকার হাসপাতালে অজানা নিউমোনিয়ার জেরে করোনাকালের সঙ্কট দেখা দিয়েছিল। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি যে হাতের বাইরে চলে যায়নি তা স্পষ্ট করেছে বেজিং সরকার। তবে ঝুঁকি কমাতে বেশ কিছু স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ শিশুদের পাশাপাশি কিছু প্রাপ্তবয়স্করাও এই রোগে আক্রান্ত হচ্ছেন। যদিও একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট বলছে, চিনের বর্তমান পরিস্থিতি করোনাকালের মতো৷ সেই সময় যেমন চিন-সহ গোটা বিশ্বের চিকিৎসা ব্যবস্থা সংকটের মধ্যে পড়েছিল, অজানা  নিউমোনিয়ার দাপটে ঠিক তেমনই হাল চিনের কিছু কিছু এলাকার হাসপাতালে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *