খেলতে গিয়ে খুদের হাতে রহস্যময় ডিম! একি, এ যে ডায়নোসর!

চীন : খেলতে খেলতে ১০ বছরের খুদের হাতে এল ১১টি ডায়নোসরের ডিম৷ চিনের বাসিন্দার ১০ বছরের এই খুদের কাণ্ডে অবাক বিজ্ঞানীরা৷ সূত্রের খবর, এদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে হেয়ুয়ানের কাছে একটি নদীর ধারে খেলছিল ওই খুদে৷ পকেটে থাকা আখড়োট ভাঙতে ছোট নুড়ির সন্ধান করতে থাকে ওই খুদে৷ পাশে নুড়ির সন্ধান করতে গিয়ে তার হাত

খেলতে গিয়ে খুদের হাতে রহস্যময় ডিম! একি, এ যে ডায়নোসর!

চীন : খেলতে খেলতে ১০ বছরের খুদের হাতে এল ১১টি ডায়নোসরের ডিম৷ চিনের বাসিন্দার ১০ বছরের এই খুদের কাণ্ডে অবাক বিজ্ঞানীরা৷

সূত্রের খবর, এদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে হেয়ুয়ানের কাছে একটি নদীর ধারে খেলছিল ওই খুদে৷ পকেটে থাকা আখড়োট ভাঙতে ছোট নুড়ির সন্ধান করতে থাকে ওই খুদে৷ পাশে নুড়ির সন্ধান করতে গিয়ে তার হাত পড়ে ছোট একটি পাথর৷  যার গায়ে সাদা ছোপ ছোপ৷ পাথরের গায়ে ছোপ নজরে আসতেই একটু সন্দেহ হয়৷ কারণ সে আগে মিউজিয়ামে দেখেছে ডায়নোসরের ডিমের জীবাশ্ম৷ তাই পাথর নিয়ে সে সোজা বাড়িতে গিয়ে পরিবারের সাহায্য নিয়ে পুলিশে খবর নেয়৷  পুলিশের সঙ্গে সেখানে উপস্থিত হন৷ ডাকা হয় জাদুঘরের এক বিশেষজ্ঞ দলকে৷ সেখান থেকে উদ্ধার হয় ডায়নোসরের আরও ১০টি ডিম৷ এর আগেও চিনের এই অঞ্চলে রাস্তা তৈরির সময় ৪৩টি ডায়নোসরের ডিমের জীবাশ্ম উদ্ধার হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =