আবু ধাবি: ফের বিস্ফোরক পারভেজ মোশারফ৷ গোটা বিশ্বের সামনে পাকিস্তানের হাটে হাঁড়ি ভেঙে প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ বলেন, জইশ-ই-মহম্মদ একটি জঙ্গি সংগঠন৷ কিন্তু তাঁর সময়কালে পাক গোয়েন্দা সংস্থা ভারতে হামলার জন্য জইশ-ই-মহম্মদকে ব্যবহার করেছিল৷
পাকিস্তানের হাম নিউজের সাংবাদিক নদিম মালিককে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে জইশ-ই-মহম্মদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াকে স্বাগত জানান তিনি৷ পাশাপাশি বলেন, ২০০৩-এর ডিসেম্বরে তাঁকে দুবার হত্যার চেষ্টা করেছিল তারা। একটি ভিডিও শেয়ার করা হয় পাক সাংবাদিকের ফেসবুক ও ট্যুইটারের পেজে। তাঁর সময়কালে (১৯৯৯-২০০৮) কেন তিনি জইশ-ই-মহম্মদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি? তাঁর জবাবে প্রাক্তন প্রেসিডেন্ট বলেন, সেই সময়টা ছিল অন্যরকম ছিল৷ কিন্তু, এখন এত কিছু সত্ত্বেও জইশের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি৷
পুলওয়ামা হামলা পরবর্তী ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত বলেছেন, ‘ভারত খুব কড়া জবাবের কথা ভাবছে।’ এই পরিস্থিতিতে ভারতের উপর পরমাণু হামলা চালানো হলে পাকিস্তানকে গুঁড়িয়ে দেবে ভারত। এমনকী, ইসলামাবাদ একটা পরমাণু বোমা মারলে ভারত পাল্টা ২০টা মারবে। পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে এভাবেই সতর্ক করে দিলেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট তথা সেনাপ্রধান পারভেজ মোশারফ।
পুলওয়ামায় জয়েশ-ই-মহম্মদ জঙ্গিদের নাশকতায় পাক যোগের প্রত্যক্ষ প্রমাণ পেয়েছেন ভারতীয় গোয়েন্দারা। তারপর থেকেই পাকিস্তানকে সবক শেখাতে প্রত্যাঘাতের আওয়াজ উঠেছে দেশজুড়ে। সেইমতো সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে মোদি সরকার। জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে বিমানহানারও ইঙ্গিত দিয়েছেন বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া। কিন্তু, ভারত প্রত্যাঘাত হানলে পাকিস্তানও পাল্টা আক্রমণ করবে বলে ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী ইমরান খান। এই যুদ্ধ-যুদ্ধ আবহে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে লড়াই হলে পরিস্থিতি মারাত্মক আকার নেবে।