একাধিক ছুরিকাঘাতের ঘটনা বার্মিংহামে, ‘বড় ঘটনা’য় তদন্ত শুরু পুলিশের

লন্ডন: ইংল্যান্ডের দ্বিতীয় সবচেয়ে বড় শহর বার্মিংহামের কেন্দ্রে একাধিক লোককে ছুরিকাঘাতের পরে রবিবার ভোরে ব্রিটিশ পুলিশ এটিকে একটি “বড় ঘটনা” ঘোষণা করে। ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ এক বিবৃতিতে বলেছে, “আমরা নিশ্চিত করতে পারি যে আজ ৬ সেপ্টেম্বর রবিবার সকাল সাড়ে বারোটায় বার্মিংহাম শহরের কেন্দ্রস্থলে ছুরিকাঘাতের খবর পেয়ে আমাদের ডাকা হয়েছিল।”

d101adbd3ddb7e9a7a1081a03377255f

লন্ডন: ইংল্যান্ডের দ্বিতীয় সবচেয়ে বড় শহর বার্মিংহামের কেন্দ্রে একাধিক লোককে ছুরিকাঘাতের পরে রবিবার ভোরে ব্রিটিশ পুলিশ এটিকে একটি “বড় ঘটনা” ঘোষণা করে। ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ এক বিবৃতিতে বলেছে, “আমরা নিশ্চিত করতে পারি যে আজ ৬ সেপ্টেম্বর রবিবার সকাল সাড়ে বারোটায় বার্মিংহাম শহরের কেন্দ্রস্থলে ছুরিকাঘাতের খবর পেয়ে আমাদের ডাকা হয়েছিল।”

আরও পড়ুন: অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতার নামে শিশু যৌন হেনস্থার অভিযোগে এফআইআর দায়ের দিল্লি পুলিশের

বিবৃতিতে আরও বলা হয়েছে, “এই অঞ্চলে আরও কয়েকটি ছুরিকাঘাতের খবর পাওয়া গিয়েছে। ফলে এটি একটি বড় ঘটনা হিসাবে ঘোষণা করা হয়েছে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে আমরা খবর পেয়েছি। তবে এই মুহূর্তে তাঁদের মধ্যে কতজনের অবস্থা আশঙ্কাজনক তা বলার মতো তথ্য আমাদের কাছে নেই। তবে, সমস্ত জরুরি পরিষেবাগুলি ঘটনাস্থলে একসঙ্গে কাজ করছে। যারা আহত হয়েছেন তাঁদের চিকিৎসা শুরু হয়েছে।”

b34e133e85e412632119e7ab49ab7a75

আরও পড়ুন: আরআরবি এনটিপিসি পরীক্ষার দিন ঘোষণা রেলের, নিয়োগ হবে ১.৪ লক্ষ পদে

ব্রিটিশ টেলিভিশন নিউজ চ্যানেলগুলিতে প্রচারিত ফুটেজে দেখা গিয়েছে যে ঘটনাস্থলে ফরেনসিক স্যুট পরা পুলিশ অফিসাররা কাজ করছিলেন। সেই সময় শহরের কেন্দ্রের বড় বড় জায়গাগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে, যা ঘটেছে তা প্রতিষ্ঠিত করার জন্য এখনও তথ্য ও প্রমাণ সংগ্রহের কাজ চলছে। পুলিশ কিছু নিশ্চিত করার মতো অবস্থানে এখন নেই। তবে খুব শীঘ্রই কিছু জানাতে পারবে বলে আশাবাদী তারা। কিন্তু তার জন্য কিছুটা সময় লাগতে পারে বলেও জানিয়েছেন পুলিশ। এত তাড়াতাড়ি প্রাথমিক পর্যায়ের তদন্তের উপর নির্ভর করে কোনও অনুমান করা ঠিক হবে না বলেও জানিয়েছে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *