মাউথওয়াশে মাত্র ৩০ সেকেন্ডেই খতম হবে করোনা, বলছে সমীক্ষা

মাউথওয়াশে মাত্র ৩০ সেকেন্ডেই খতম হবে করোনা, বলছে সমীক্ষা

লন্ডন: করোনা নিয়ে উদ্বিগ্ন তমাম দুনিয়া৷ ভ্যাকসিনের আশায় দিন গুণছে সাধারণ মানুষ৷ এরই মধ্যে করোনা মুক্তির নয়া দাওয়াই বাতলালেন ব্রিটেনের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের একদল বিশেষজ্ঞ৷ তাঁদের দাবি, মাত্র ৩০ সেকেন্ডেই করোনা ভাইরাস মারতে সক্ষম মাউথওয়াশ৷ এতে উপস্থিত সিটলপাইরিডিনিয়াম ক্লোরাইড নামে একটি রাসায়নিকের জেরেই এটা সম্ভব৷ আক্রান্ত ব্যক্তি মাউথওয়াশের ব্যবহার শুরু করলে তার থেকে সংক্রমণের আশঙ্কা কমতে থাকে বলেও দাবি করা হয়েছে৷ তবে এই বিষয়ে নিশ্চিত হতে আরও পরীক্ষার প্রয়োজন রয়েছে বলেই উল্লেখ করেছেন প্রধান গবেষক ডেভিড থমাস৷ 

আরও পড়ুন- একাধিক দুর্ভিক্ষের গ্রাসে ২০২০-র চেয়েও ভয়ঙ্কর হবে ২০২১, সতর্কবাণী WFP এর

গত সপ্তাহে একটি জার্নালে সমীক্ষাটি প্রকাশিত হয়৷ গবেষকরা জানান, একটা সাধারণ মাউথওয়াশ করোনার জীবাণু মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে খতম করতে সক্ষম৷ পিরিয়ডএন্টোলজিস্ট চিকিৎসক নিক ক্লেডনের মতে, এই সমীক্ষা মাউথওয়াশকে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অঙ্গ করে তুলতে পারে৷ গবেষকরা জানাচ্ছেন ০.৭ শতাংশ সিস্টাইল পাইরিডিনিয়াম ক্লোরাইড (সিপিসি) যুক্ত   মাউথওয়াশ করোনা মোকাবিলায় ভালো কাজ করছে৷ এই সমীক্ষায় ব্রিটেনের Dentyl নামে এক মাউথওয়াশ ব্যবহার করা হয়েছিল পরীক্ষাগারে। যদিও গবেষকরা জানাচ্ছেন করোনাভাইরাসের চিকিৎসায় মাউথওয়াশের ব্যবহারে এখনও প্রজোয্য নয়৷ কারণ তা শ্বাসনালী বা ফুসফুস পর্যন্ত পৌঁছয় না৷ 

ডাঃ রিচার্ড স্ট্যানটন বলেন, পরীক্ষাগারে দেখা গিয়েছে মাড়ির সমস্যা দূর করতে ব্যবহৃত সাধারণ কিছু মাউথওয়াশ SARS-CoV-2 করোনাভাইরাস মোকাবিলায় সক্ষম৷ জানা গিয়েছে, কোভিড-১৯ আক্রান্ত রোগীদের লালাতে করোনাভাইরাসের উপস্থিতি হ্রাস করতে কতটা সক্ষম তা পরীক্ষা করে দেখতে খুব শীঘ্রই মাউথওয়াশের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করা হবে৷ ২০২১ সালের গোড়াতেই এই ট্রায়ালের ফলাফল প্রকাশিত হবে৷ 

আরও পড়ুন- করোনা কেড়েছে কাজ, সংসার সামলাতে ফুড স্টল চালাচ্ছেন পাইলট

এদিকে করোনা ভ্যাকসিন নিয়েও আশা জাগাচ্ছে ফাইজার, মডার্নার মতো সংস্থাগুলি৷ তবে কবে এই টিকা বাজারে আসবে তা এখনও সুনিশ্চিত নয়৷ ভ্যাকসিন আসার আগেই মাস্ক, স্যানিটাইজারের সঙ্গে মানুষের নিত্য ব্যবহারের মধ্যে ঢুকে পড়তে পারে মাউথওয়াশও৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 9 =