কেন মে মাসের দ্বিতীয় সপ্তাহে পালিত হয় মাতৃ দিবস? জেনে নিন ইতিহাস

কেন মে মাসের দ্বিতীয় সপ্তাহে পালিত হয় মাতৃ দিবস? জেনে নিন ইতিহাস

কলকাতা: ৮ মে রবিবার, মাতৃদিবস। বাস্তবের দশভুজাকে সম্মান জানানোর দিন আজ। প্রতিবছরই মে মাসের দ্বিতীয় সপ্তাহের শেষ দিন অর্থাৎ রবিবার বিশ্বজুড়ে পালিত হয় মাদার্স ডে তথা মাতৃ দিবস। একটি শিশু তথা সমাজে মায়েদের অবদান, তাঁদের আত্মত্যাগ এবং সমাজ সংস্কার থেকে শুরু করে সমাজের নতুন সদস্যদের জীবনের সঠিক পথ দেখানোর মতো কঠিনতর কাজগুলি যারা যুগ যুগ ধরে হাসিমুখে করে আসছেন তাঁদের বিশ্বজোড়া সম্মান ও স্বীকৃতি দিতেই পালিত হয় এই মাতৃ দিবস। কিন্তু এখন প্রশ্ন হল কেন মে মাসের দ্বিতীয় রবিবারেই কেন বিশ্ববাসী মাতৃ দিবস পালন করেন? এর পিছনেও রয়েছে বিশাল এক ইতিহাস। মাতৃদিবসের গুরুত্ব এবং ইতিহাস আসলে কি আসুন তা জেনে নেওয়া যাক।

ইতিহাস বলছে ১৯০০ সালের আশেপাশের সময়ে মে মাসের দ্বিতীয় সপ্তাহে আমেরিকায় শুরু হয়েছিল এই মাতৃ দিবস উদযাপন। জানা যায়, ১৯০৫ সালে জার্ভিস নামের এক আমেরিকান মহিলা তাঁর প্রয়াত মায়ের সম্মানে মে মাসের দ্বিতীয় রবিবার গির্জায় একটি উপাসনার আয়োজন করেছিলেন। সেই থেকেই এই দিনটি মাতৃ দিবস হিসাবে পালন করা শুরু হয়। পরে ১৯১৪ সালে প্রেসিডেন্ট উড্রো উইলসন এই দিনটিকে জাতীয় ছুটি হিসেবেও ঘোষণা করেন। সেই থেকে এখনও পর্যন্ত এই বিশেষ দিনেই পালিত হয় মাতৃ দিবস।

তবে মাতৃ দিবসের আসল কারণ নিয়েও অনেক দ্বিমত রয়েছে। যেমন অনেকেই বলেন, পরবর্তীতে মাতৃ দিবসের মূল প্রবর্তক জার্ভিস নিজের মাকে স্বীকৃতি দিতে মায়ের জন্য উপাসনা করার এই বিশেষ দিনটিকে মাতৃ দিবস হিসেবে পালন করার দাবি জানিয়েছিলেন। সেজন্য তাঁকে বিস্তর লড়াইও করতে হয়েছিল। তবে তাঁর প্রস্তাবটি প্রথমে খারিজ করে দেয় মার্কিন কংগ্রেস। অবশেষে আমেরিকার সব প্রদেশ থেকে যখন তাঁর প্রস্তাবে সম্মতি জানানো হয় তখন শেষমেষ এই দিনটিকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করতে বাধ্য হয় সরকার। অনেকে আবার বলেন, আমেরিকান প্রেসিডেন্ট এই বিশেষ দিনটিকে মাতৃ দিবস হিসেবে ঘোষণা করার পরে তাঁর বিরোধিতা করেছিলেন জার্ভিস স্বয়ং। কারণ তাঁর মনে হয়েছিল যে তাঁর জীবন থেকে এই দিনটি পালন করার কারণ হারিয়ে গিয়েছে।

তবে ভারত-আমেরিকা সহ বেশ কিছু দেশে মে মাসের দ্বিতীয় রবিবার মাতৃ দিবস পালন করা হলেও গোটা দুনিয়াতে কিন্তু মাতৃ দিবস পালন করার জন্য ভিন্ন ভিন্ন তারিখ রয়েছে। যেমন ২ ফেব্রুয়ারি মাতৃ দিবস পালন করা হয় গ্রিসে। ব্রিটেনে আবার মার্চ মাসের চতুর্থ রবিবার মাতৃ দিবস হিসেবে পালিত হয়। অন্যদিকে থাইল্যান্ডের বর্তমান রানী সিরিকিটের জন্মদিন উপলক্ষে আগস্ট মাসে থাইল্যান্ডে পালিত হয় মাতৃ দিবস। তবে ভারতসহ পৃথিবীর অধিকাংশ দেশই মে মাসের দ্বিতীয় রবিবারকেই মাতৃ দিবস হিসেবে পালন করার ক্ষেত্রে মান্যতা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 8 =