বিশকেক: নির্বাচনী প্রচার মঞ্চ থেকেই মোদি ঘোষণা করেছিলেন, শহিদদের রক্ত ব্যর্থ হতে দেব না তিনি৷ চোখে চোখ রেখে দেওয়া হবে জবাব৷ পুলওয়ামা হামলা পরবর্তী ভারতীয় বায়ুসেনার বালাকোট অভিযান মোদিকে দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় বসতে বেশ খানিকটা সাহায্য করেছে৷ এবার, সেই ঘটনার রেশ আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরলেন মোদি৷ ইমরানকে পাশে বসিয়ে বিশ্বমঞ্চে সন্ত্রাস ই্যসুতে তুলোধোনা মোদির৷
সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনের ছিলেন মোদি৷ মোদি যখন মঞ্চে, ঠিক তখন দর্শক আসনেবসে পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ মঞ্চে উঠবে বক্তব্য শুরু করতেই সন্ত্রাসবাদীদের মদত দেওয়া পাকিস্তানকে তীব্র আক্রমণ করেন মোদি৷ একই সঙ্গে সন্ত্রাসে মদত দেওয়া দেশগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য সম্মেলনে উপস্থিত রাষ্ট্রনেতাদের আর্জিও জানান নমো৷ সন্ত্রাস দমন করতে আন্তর্জাতিক কনফারেন্সের দাবিও তোলেন৷
দুদিনের সম্মেলনের চিনা প্রেসিডেন্ট জি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ওই বৈঠকেও পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাস নিয়ে সরব হন নমো৷ জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে সমস্ত রমক শান্তি আলোচনার বন্ধ রাখা হবে বলেও জানিয়ে দেন মোদি৷