চিন-পাকিস্তানের একঘরে করতে নয়া ছক মোদির

নয়াদিল্লি: শ্রীলঙ্কা-মালদ্বীপ সফরের মাধ্যমে দিয়ে চিন-পাকিস্তানকে কড়া কূটনৈতিক বার্তা দিতে চলেছেন মোদি৷ প্রতিবেশী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে চিনকে চাপে রাখা ও সেই সুবাদে পাকিস্তানকে চূড়ান্ত অস্বস্তিতে ফেলাটাই এখন পাখির চোখ মোদির৷ আর এই সিদ্ধান্তে জেরে চিন ও পাকিস্তানকে দীর্ঘমেয়াদে কোণঠাসা করতেই বিদেশ নীতিকে নতুন করে ছকতে শুরু করেছেন নরেন্দ্র মোদি৷ জানা গিয়েছে, চিন-পাকিস্তানকে একঘরে

চিন-পাকিস্তানের একঘরে করতে নয়া ছক মোদির

নয়াদিল্লি: শ্রীলঙ্কা-মালদ্বীপ সফরের মাধ্যমে দিয়ে চিন-পাকিস্তানকে কড়া কূটনৈতিক বার্তা দিতে চলেছেন মোদি৷ প্রতিবেশী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে চিনকে চাপে রাখা ও সেই সুবাদে পাকিস্তানকে চূড়ান্ত অস্বস্তিতে ফেলাটাই এখন পাখির চোখ মোদির৷ আর এই সিদ্ধান্তে জেরে চিন ও পাকিস্তানকে দীর্ঘমেয়াদে কোণঠাসা করতেই বিদেশ নীতিকে নতুন করে ছকতে শুরু করেছেন নরেন্দ্র মোদি৷

জানা গিয়েছে, চিন-পাকিস্তানকে একঘরে করার লক্ষ্যেই দক্ষিণ এশিয়ার দেশগুলিতে ভারতের প্রভাব আরও বেশি করে বাড়ানোর প্রয়াস নিয়েছেন মোদি৷ মালদ্বীপ ও শ্রীলঙ্কা সফর করে মোদি বুঝিয়ে দিতে চাইছেন, পশ্চিম নয় এই মুহূর্তে তাঁর প্রধান লক্ষ্য দক্ষিণ ও দক্ষিণ পূর্ব৷ প্রধানমন্ত্রী নিজে জানিয়েছেন, মালদ্বীপ ভারতের বন্ধু৷ এই বন্ধুত্বকে নতুন স্তরে নিয়ে যাওয়া এখন ভারতের প্রধান লক্ষ্য৷ এবারের এই সফর দুই দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে মত মোদির৷ অন্যদিকে শ্রীলঙ্কার সন্ত্রাসের লড়াইয়ে ভারত সম্পূর্ণভাবে পাশে আছে বলেও আশ্বাস দিয়েছেন মোদি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *