মোদিকে সমালোচনা করে এক বছরের কারাদণ্ড সাংবাদিকের

নয়াদিল্লি: ফেসবুক পোস্টে মোদি ও বিজেপি সরকারের সমালোচনা। এক বছরের জন্য আটক করা হল এক মনিপুরী সাংবাদিককে। অভিযুক্ত সাংবাদিকের নাম কিশোরচন্দ্র ওয়াংক্ষেম। গত ২৭ নভেম্বর গ্রেফতার করা হয় তাকে। এবার জাতীয় সুরক্ষা আইনে একবছরের জন্য আটক করা হল। সূত্রের খবর, জাতীয় সুরক্ষা ও সরকারি নির্দেশের বিরোধিতামূলক কর্মকাণ্ডে অংশ নেওয়া আটকাতেই এই পদক্ষেপ। ঘটনার সূত্রপাত হয়

মোদিকে সমালোচনা করে এক বছরের কারাদণ্ড সাংবাদিকের

নয়াদিল্লি: ফেসবুক পোস্টে মোদি ও বিজেপি সরকারের সমালোচনা। এক বছরের জন্য আটক করা হল এক মনিপুরী সাংবাদিককে। অভিযুক্ত সাংবাদিকের নাম কিশোরচন্দ্র ওয়াংক্ষেম। গত ২৭ নভেম্বর গ্রেফতার করা হয় তাকে। এবার জাতীয় সুরক্ষা আইনে একবছরের জন্য আটক করা হল। সূত্রের খবর, জাতীয় সুরক্ষা ও সরকারি নির্দেশের বিরোধিতামূলক কর্মকাণ্ডে অংশ নেওয়া আটকাতেই এই পদক্ষেপ। ঘটনার সূত্রপাত হয় একটি ফেসবুক পোস্টকে ঘিরে। সেই ভিডিওতে কিশোরচন্দ্রকে বর্তমান মুখ্যমন্ত্রী এন বিরেন সিংকে মোদির হাতের পুতুল বলে কটাক্ষ করেন। সেই সঙ্গে লক্ষী বাঈয়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আরএসএসের বিভিন্ন অনুষ্ঠানেরও বিরোধিতা করেন। তার অভিযোগ, মনিপুরের সঙ্গে রাজপুত রানির কোনও সম্পর্ক নেই। তিনি যে গ্রেফতার হতে পারেন, এমন আশঙ্কাও প্রকাশ করেন ঘনিষ্টমহলে। ইতিমধ্যেই মনিপুরের রাজ্যপালের অফিস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যদিও সাংবাদিককে গ্রেফতারির সমালোচনা করেছে ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়ন ও প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া। প্রতিবাদে এগিয়ে এসেছে অল মনিপুর ওয়ার্কিং জার্নালিস্ট ইউনিয়ন। সংগঠনের দাবি, সোশাল মিডিয়ার বক্তব্য, কখনই সাংবাদিকতার অংশ নয়। কিশোরচন্দ্রের পরিবারও রায়কে চ্যালেঞ্জের সিদ্ধান্ত নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 3 =