নয়াদিল্লি: কাশ্মীর ইস্যুতে কোনও মধ্যস্ততা চায় না ভারত৷ এই ছিল এতদিনের ভারতের পররাষ্ট্রনীতি৷ কিন্তু, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিস্ফোক দাবি ঘিরে এবার তোলপাড় দেশ৷ ঝড় উঠছে সংসদে৷ বিরোধীদের তীব্র প্রতিবাদে মুলতবি হয়ে গিয়েছে লোকসভা৷ ট্রাম্পের মন্তব্যের পরিপ্রেক্ষিতে সরাসরি প্রধানমন্ত্রী মোদির বিবৃতির দাবি তুলেছে কংগ্রেস-তৃণমূল৷ করা হয় অধিবেশন বয়কট৷ কিন্তু, হঠাৎ কী নিয়ে এত বিতর্ক?
সোমবার পাক প্রধানমন্ত্রী ইমরা খানের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ সেখানে কাশ্মীর সমস্যা নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে আমেরিকা মধ্যস্থতা করতে আগ্রহী দাবি করেন ট্রাম্প৷ জানান, নরেন্দ্র মোদিই নাকি তাঁকে মধ্যস্থতা করতে অনুরোধ করেন৷
Lok Sabha: Opposition walked out of the House over their demand for Prime Minister’s response on “statement of US President Trump that PM Modi had asked him to mediate in Kashmir issue” pic.twitter.com/sG2ADwbJkf
— ANI (@ANI) July 23, 2019
ট্রাম্পের এই মন্তব্য ঘিরে তৈরি হয় বিতর্ক৷ কেননা, কাশ্মীর ইস্যুতে কোনও মধ্যস্ততা চায় না ভারত৷ এই ছিল এতদিনের ভারতের পররাষ্ট্রনীতি৷ কিন্তু, তা সত্ত্বেও আমেরিকা মধ্যস্থতা করতে বলার মোদিকে ইতিমধ্যেই কাঠগড়ায় তুলেছে বিরোধী শিবির৷ কাশ্মীর নীতি নিয়ে বিতর্ক দেখা দিতেই ভারতের বিদেশ মন্ত্রক সেই দাবি নস্যাৎ করে জানানো হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমন কোনও অনুরোধ মার্কিন প্রেসিডেন্টকে করেননি৷ কাশ্মীর নিয়ে আলোচনা হলে দ্বিপাক্ষিক স্তরেই তা হবে৷ সোমবার বিরোধীশূন্য রাজ্যসভায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, এমন কোনও অনুরোধ মোদি ট্রেম্পকে করেনি৷ এটা নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে৷
#WATCH: EAM S Jaishankar speaks in Rajya Sabha over the statement of US President Donald Trump that Prime Minister Narendra Modi had asked him to mediate in Kashmir issue. He says, “I would like to categorically assure the House that no such request has been made by PM Modi…” pic.twitter.com/gWjAa32bMO
— ANI (@ANI) July 23, 2019
#WATCH Washington DC: Pakistan PM Imran Khan and US President Donald Trump reply to journalists when asked on Kashmir. pic.twitter.com/UM51rbsIYF
— ANI (@ANI) July 22, 2019
১৯৭২ সালের শিমলা চুক্তিতে কাশ্মীরকে দ্বিপাক্ষিক বিষয় বলেই মেনে নিয়েছিল ভারত ও পাকিস্তান৷ সেই চুক্তি ও লাহৌর ঘোষণাপত্রই আলোচনার ভিত্তি হওয়া উচিত বলে মনে করে ভারত৷ ফলে ট্রাম্পের মন্তব্যের জেরে এ দিন রাতে রীতিমতো শোরগোল শুরু হয় দিল্লিতে৷ কংগ্রেসের শশী থারুর টুইট করেছেন, আমার মনে হয় মোদি কী বলছেন তা ট্রাম্প বোঝেননি৷ বা তাঁকে বিষয়টি ঠিক ভাবে বোঝাতে পারেননি মার্কিন কূটনীতিকেরা৷