মোদিকে ফোন করে কড়া হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের

ওয়াশিংটন: ভারত-মার্কিন সম্পর্কে চিড়৷ জি-২০ সম্মেলনে বৈঠকের আগে মোদিকে ফোন করে কড়া হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের৷ ভারতে মার্কিন পণ্যের উপর শুল্ক বৃদ্ধির জেরেই মোদিকে হুঁশিয়ারি দেন তিনি৷ জানান, ভারত যেভাবে মার্কিন পণ্যের উপর শুল্ক চাপিয়েছে, তা গ্রহণযোগ্য নয়৷ এর আগে মার্কিন পণ্য ভারতের বাজার না পাওয়ায় ভারতকে দেওয়া বাণিজ্য বিষয়ক বিশেষ সুবিধা তুলে নেয় মার্কিন প্রকাশন৷

মোদিকে ফোন করে কড়া হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের

ওয়াশিংটন: ভারত-মার্কিন সম্পর্কে চিড়৷ জি-২০ সম্মেলনে বৈঠকের আগে মোদিকে ফোন করে কড়া হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের৷ ভারতে মার্কিন পণ্যের উপর শুল্ক বৃদ্ধির জেরেই মোদিকে হুঁশিয়ারি দেন তিনি৷ জানান, ভারত যেভাবে মার্কিন পণ্যের উপর শুল্ক চাপিয়েছে, তা গ্রহণযোগ্য নয়৷

এর আগে মার্কিন পণ্য ভারতের বাজার না পাওয়ায় ভারতকে দেওয়া বাণিজ্য বিষয়ক বিশেষ সুবিধা তুলে নেয় মার্কিন প্রকাশন৷ আর তার জেরেই ভারতীয় পণ্যের উপর মার্কিন প্রশাসন বেশ কয়েক গুন শুল্ক চাপিয়ে দেয়৷ এর পাল্টা হিসাবে মার্কিন পণ্যের উপরও চড়া হারে শুল্ক চাপায় ভারত৷ আর এতেই দুই দেশের সম্পর্কে চিড় ধরতে থাকে৷ পরিস্থিতি বেগতিক বুঝে আজ, মোদিকে সরাসরি ফোন করে শুল্ক তুলে নিতে হুঁশিয়ারি দেন মার্কিন প্রশাসন৷

চলতি সপ্তাহে জাপানে জি-২০ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ জানা গিয়েছে, জাপানের ওসাকায় আগামী ২৮ ও ২৯ জুন অনুষ্ঠিত হবে ১৪তম জি-২০ সম্মেলন৷ ট্রাম্প ও ম্যাক্রনের পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে থেকে শুরু করে তুরস্কের প্রেসিডেন্ট তাইপি এরদোগানের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদি৷ মোট ১০টি দ্বিপাক্ষিক বৈঠক হবে বলে নয়াদিল্লি সূত্রে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *