ওয়াশিংটন: ভারত-মার্কিন সম্পর্কে চিড়৷ জি-২০ সম্মেলনে বৈঠকের আগে মোদিকে ফোন করে কড়া হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের৷ ভারতে মার্কিন পণ্যের উপর শুল্ক বৃদ্ধির জেরেই মোদিকে হুঁশিয়ারি দেন তিনি৷ জানান, ভারত যেভাবে মার্কিন পণ্যের উপর শুল্ক চাপিয়েছে, তা গ্রহণযোগ্য নয়৷
এর আগে মার্কিন পণ্য ভারতের বাজার না পাওয়ায় ভারতকে দেওয়া বাণিজ্য বিষয়ক বিশেষ সুবিধা তুলে নেয় মার্কিন প্রকাশন৷ আর তার জেরেই ভারতীয় পণ্যের উপর মার্কিন প্রশাসন বেশ কয়েক গুন শুল্ক চাপিয়ে দেয়৷ এর পাল্টা হিসাবে মার্কিন পণ্যের উপরও চড়া হারে শুল্ক চাপায় ভারত৷ আর এতেই দুই দেশের সম্পর্কে চিড় ধরতে থাকে৷ পরিস্থিতি বেগতিক বুঝে আজ, মোদিকে সরাসরি ফোন করে শুল্ক তুলে নিতে হুঁশিয়ারি দেন মার্কিন প্রশাসন৷
USA President Donald Trump: I look forward to speaking with Prime Minister Modi about the fact that India, for years having put very high tariffs against the United States, just recently increased the tariffs even further. This is unacceptable and the tariffs must be withdrawn! https://t.co/BMwPD0PCMP
— ANI (@ANI) June 27, 2019
Reuters: U.S. President Donald Trump calls on Prime Minister Narendra Modi to withdraw recently imposed tariffs, says “this is unacceptable” (file pics) pic.twitter.com/BYOtdjlnwq
— ANI (@ANI) June 27, 2019
চলতি সপ্তাহে জাপানে জি-২০ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ জানা গিয়েছে, জাপানের ওসাকায় আগামী ২৮ ও ২৯ জুন অনুষ্ঠিত হবে ১৪তম জি-২০ সম্মেলন৷ ট্রাম্প ও ম্যাক্রনের পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে থেকে শুরু করে তুরস্কের প্রেসিডেন্ট তাইপি এরদোগানের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদি৷ মোট ১০টি দ্বিপাক্ষিক বৈঠক হবে বলে নয়াদিল্লি সূত্রে খবর৷